বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

ইন্দুরকানীতে বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা কারাগারে

ইন্দুরকানীতে বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা কারাগারে

 

পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপি নেতার দায়ের করা মামলায় জাহিদুল ইসলাম নামে ওয়ার্ড ছাত্রদলের সভাপতি কারাগারে রয়েছেন।

জাহিদুল ইসলাম উপজেলার বালিপাড়া ইউনিয়নের ২নং ঢেপসাবুনিয়া ওয়ার্ড ছাত্রদলের সভাপতি।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ঘোষেরহাট বাজারে বিএনপি মিছিল নিয়ে আসার সময় আওয়ামীলীগ নেতাকর্মীরা বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ ও হামলা করে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা কবির হোসেন বাদী হয়ে গত ০৭/০৯/২৪ তারিখ ৪৯ জনকে আসামী করে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেন। ছাত্রদল নেতা জাহিদুল উক্ত মামলায় ৯ নম্বর আসামী। পুলিশ গত ২৭ ফেব্রুয়ারি তাকে আটক করে জেল হাজতে পাঠায়।

ছাত্রদল সভাপতি জাহিদুলের পিতা সুলতান হাওলাদার জানান, তার ছেলে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল সাথে জড়িত। পারিবারিক শত্রুতার কারণে তাকে ও তার বড়ভাই রনিকে এই মামলায় আসামি করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আল-আমিন হোসেন জানান, “জাহিদুল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ২নং ঢেপসাবুনিয়া ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। পুলিশ কর্তৃক সে গ্রেপ্তারের পরে আমরা জেনেছি যে তাকে উক্ত মামলায় আসামি করা হয়েছে। তার জামিনের জন্য আমরা চেষ্টা করছি।”

মামলার বাদী কবির হোসেন মুঠোফোনে জানান, “ভুলবশত জাহিদুলের নাম মামলায় অন্তর্ভূক্ত হয়েছে। মামলার নথি সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn