রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইন্দুরকানীতে ডায়রিয়া রোগীর প্রাদুর্ভাব হাসপাতালে নাই কলেরা স্যালাইন

ইন্দুরকানীতে ডায়রিয়া রোগীর প্রাদুর্ভাব হাসপাতালে নাই কলেরা স্যালাইন

 

পিরোজপুরের ইন্দুরকানীতে হঠাৎ করে আবার ডায়রিয়া রোগীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

শুক্রবার সকাল থেকে তিন ঘন্টায় ১০ জন রোগী ভর্তি হয়েছে। গরম আর বিশুদ্ধ খাবার পানি পান না করার কারনে এমনটি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অপরদিকে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর জন্য কলেরা স্যালাইন না থাকায় বিপাকে পড়েছেন রোগীর স্বজনরা। কোন কোন রোগীর অনেকগুলো স্যালাইনও দরকার হয়। শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায় একের পর এক ডায়রিয়ার রোগী ভর্তি হচ্ছেন। এর মধ্যে দরিদ্র পরিবারের রোগীর সংখ্যাই বেশী। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত তিন ঘন্টায় ১০ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছেন।

আলতাফ হোসেন নামে এক ডায়রিয়া রোগীর স্বজন জানান, হাসপাতালের স্যালাইন শেষ তাই টাকা দিয়ে কিনে আনতে হয়েছে। এত আমাদের কষ্ট হচ্ছে।

ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ ননী গোপাল জানান, কলেরা স্যালাইন শেষ হয়ে যাওয়ায় আমরা আর দিতে পারছিনা। আমি আরো আগেই চাহিদা পাঠিয়েছি, আশা করছি খুব তাড়াতাড়ি পেয়ে যাব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn