শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইডেন নূর ইংলিশ স্কুলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাটহাজারী উপজেলার শিকারপুরে ইডেন নূর ইংলিশ স্কুলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল স্কুল প্রাঙ্গণে বৃহস্পতিবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক খালেদ মাহমুদের সভাপতিত্বে ইফতার মাহফিলে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম নুর আনোয়ার হোসেন রঞ্জু, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির। রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী ও মো. মাহবুব আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম তালুকদার, ইদ্রিছ আজগর, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, শফিকুল ইসলাম, আকতার হোসেন খান, ইকবাল হোসেন, আবদুর রউফ মাস্টার, নিজাম উদ্দিন বাদশা, সামশুদ্দোহা সিকদার আরজু, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, এমরুল করিম রাশেদ, আবু তাহের, শফিউল আলম, ইলিয়াস কাঞ্চন চৌধুরী, আহসান হাবিব, মো. ইউনুচ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটির শিক্ষক-পরিচালকসহ চট্টগ্রামের বিভিন্ন স্তরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ।

এসআই/

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn