ইচ্ছে নদীর খোঁজে
লীনা সুলতানা
ভালোবাসা আটকে থাকার নয়
নয় তা আটকে রাখবার,
ভালোবাসা ভেসে যাওয়ার
ভালোবাসা ভাসিয়ে নেওয়ার।
আটকে থাকা বা রাখার মাঝে
হয়তো যাপন কেটে চলে,
তাতে জীবন সাজে না যে
আটকে থাকায়, থাকে আটক আভাস,
থাকে বন্দীত্বের লুকনো আঁচ
ভালোবাসা মানে বিশ্বাস,
আস্থা ও মুক্তির কারুকাজ।
সারাজীবন আমি একটি
নদী খুঁজেছি ভাসবো বলে,
আটকে গেছি বারবার
দমবন্ধ করা এঁদো পুকুরে।
বড়জোর সুইমিংপুলের
স্বচ্ছ নীল টলটলে জলে –
সাঁতরে বেড়িয়েছি বেঁচে থাকার ছলে
যাতে যাপন সীমানা বেঁধে দেয়া কৌশলে।
ভাসা হয়নি ইচ্ছে নদীর স্রোতে
ঘুরে ফিরেছি ভুল ঠিকানার পথে।
আটকে গিয়ে তোমার বুক পকেটে
আমার ইচ্ছেগুলো ভাসে আজ
তোমার ভালোলাগার লাইফ লাইফজ্যাকেটে।
Post Views: ১৩৬