
ইউসিটিসির প্রথম সমাবর্তনকে ঘিরে প্রস্তুতি সভা
গত ৮ মে ইউসিটিসির ১ম সমাবর্তন অনুষ্ঠান আয়োজন বিষয়ে এক প্রস্তুতি সভা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। ইসলামিক স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর জনাব মো. ওবাইদুল্লাহ্ কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতে মাধ্যমে শুরু হওয়া সভার আলোচ্যসূচী উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার জনাব সালাউদ্দিন আহমেদ। সভায় সমাবর্তন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচনা হয় এবং বিভিন্ন কমিটি গঠন করা হয়। উল্লেখ্য বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি সানুগ্রহ সম্মতি পেলে সমাবর্তনের দিনক্ষণ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।যে সকল শিক্ষার্থী ইতিমধ্যে তাদের ডিগ্রীর সকল কার্যক্রম সম্পন্ন করেছেন তাদের সমাবর্তনের যোগদানের নিমিত্তে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯ টা থেকে রাত ৯ টা) পর্যন্ত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। সভায় আরো উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আজীম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ আবু জাবেদ, ফিন্যান্স ডিরেক্টর প্রফেসর আব্দুল কাদের তালুকদার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো: জিয়াউল হক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ রিদয়ানুল হক , সহকারী রেজিস্ট্রার জনাব এস এম শহিদুল আলম, মার্কেটিং ও এডমিশনের প্রধান অভিমান ঘোষ দস্তিদার এবং বিভিন্ন বিভাগের প্রধান।