সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ইউসিটিসিতে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত

ইউসিটিসিতে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত

 

গত ২৮ ফেব্রুয়ারি ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং এর একাডেমিক কাউন্সিলের ১২তম সভা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা মোঃ ওসমান, স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর ডীন অধ্যাপক ড. এম আব্দুস সামাদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. এ আজীম, বরেণ্য শিক্ষাবিদ বুয়েটের সাবেক অধ্যাপক ড. মোঃ কায়কোবাদ, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সাবেক সদস্য সালাহউদ্দিন আকবর, চুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক ড. জামাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বজলুর রহমান, ইউসিটিসির পাবলিক হেলথ বিভাগের প্রধান ইনজামুল হক, ব্যবসায়ী প্রশাসন বিভাগের প্রধান ড. শাকিল আহমেদ, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান এস এম বেলাল নূর আজিজি, সিএসই বিভাগের প্রধান মোঃ জিয়াউর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো: জিয়াউল হক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রিদয়ানুল হক, সহকারী রেজিস্ট্রার জনাব এস এম শহিদুল আলম এবং সিনিয়র এডমিন অফিসার জনাব মোঃ আকরামউদ্দৌলাহ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব জনাব সালাহউদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিগত একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী নিশ্চয়ন সহ ঐ সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এ ছাড়াও অটাম ২০২৪ সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফলাফল ইউসিটিসি সিন্ডিকেট কর্তৃক অনুমোদনের নিমিত্তে সুপারিশ গৃহীত হয়।
এ ছাড়াও শিক্ষকদের গবেষণা কার্যক্রম ও অন্যান্য গুরুত্বপূর্ণ একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি অধ্যাপক ড. জাহিদ হোসেন শরীফ সভার সমাপ্তি ঘোষনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn