
ইউসিটিসিতে ঈদ উপহার সামগ্রি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গত ২২শে মার্চ ২০২৫ এ ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং স্টুডেন্ট এসোসিয়েশন অব সিভিল ইঞ্জিনিয়ারিং(এসএসিই) সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদ সামগ্রি বিতরণ করে। ব্যতিক্রমধর্মি এই আয়োজনে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ, ফিন্যান্স ডিরেক্টর আব্দুল কাদের তালুকদার, সিভিল ডিপার্টমেন্ট এর কো-অর্ডিনেটর ঋতিক নাথ,লেকচারার নুর-এ-ইয়াজদানি, মার্কেটিং এন্ড এডমিশন এর প্রধান অভিমান ঘোষ দস্তিদার, সিনিয়র এডমিন অফিসার জনাব মোঃ আকরামউদ্দৌলাহ। উক্ত অনুষ্ঠানে (এসএসিই) এসোসিয়েশন এর প্রেসিডেন্ট ইসমাইল বিন আজিজ আলভিসহ সেক্রেটারি কায়সার খোকন, ,এসিস্ট্যান্ট সেক্রেটারি কাজি আইনুন নিশাদ, মো: রাজু, এসিস্ট্যান্ট ট্রেজারার এস আই চৌধুরি, আসাদুল্লাহ কাইয়ুম,মো:সজিব, ইফতেখারুল ইসলাম সাহিল, শ্রাবণ দাশ সানি, পিয়াল চৌধুরী,দীপ্ত দত্ত, আর কে রাফি, ও শুভ মালাকার প্রমুখ। ঈদ সামগ্রি বিতরণ শেষে অতিথিরা বলেন সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সামাজিক চেতনাকে প্রাধান্য দেওয়ায় এসোসিয়েশনের প্রসংসা করেন এবং শিক্ষার পাশাপাশি সামাজিক দ্বায়বদ্বতা গুলোকে পাশে নিয়ে একজন সুনাগরিক হয়ে কাজ করার আহবান জানান।