
ইউসিটিতে সরস্বতী পূজা ২০২৫ উদযাপিত
চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র বহদ্দারহাটস্থ ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাংয়ে আজ ৩ ফেব্রুয়ারি “সনাতনী স্টুডেন্টস্ এসোসিয়েশনের’ উদ্যেগে প্রথমবারের মতো সরস্বতী পূজা ২০২৫ উদযাপিত হয়েছে।সকালে তপু চক্রবর্তীর পৌরহিত্যে ৮ টায় মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে মায়ের পূজা অনুষ্ঠিত হয়। সকাল১০ টায় পুষ্পাঞ্জলী,মাঙ্গলিক যজ্ঞ ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জয় বিশ্বাস ও রিশমা দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ।
এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর ঋত্বিক নাথ, ব্র্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান অভিমান ঘোষ দস্তিদার, কর্পোরেট অফিসার মোহাম্মদ ইসমাইল বিন আজিজ। এসোসিয়েশনের সদস্যদের মধ্যে ছিলেন শ্রাবণ দাস সানি, হিমেল চৌধুরী, চয়ন নাথ, অভিষেক দে, চন্দন দেব নাথসহ আরো অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। শিক্ষক-শিক্ষার্থীর সকলের আয়োজনে সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীরা জ্ঞান, শিল্প, সংগীত ও সংস্কৃতি সাধনায় দেবী সরস্বতীর আশীর্বাদ প্রার্থনা করেন। এছাড়াও মঙ্গল প্রদীপ প্রজ্বলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।