রবিবার - ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ইউনুসের পরিকল্পনাতেই বাংলাদেশে গণহত্যা : শেখ হাসিনা

ইউনুসের পরিকল্পনাতেই বাংলাদেশে গণহত্যা : শেখ হাসিনা

ভারতের মাটি থেকে আমেরিকায় আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তৃতা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা। সেখানে বাংলাদেশের সাম্প্রতিক সংখ‍্যালঘু নিপীড়ন নিয়ে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারকে দুষলেন তিনি। সেই সঙ্গে শেখ হাসিনার মন্তব্য, ” ইউনুসের পরিকল্পনা মতে গণহত্যা চলছে বাংলাদেশে।” নিউইয়র্কের ওই সভায় বাংলাদেশের সংখ‍্যালঘু জনগোষ্ঠী, ধর্মস্থান এবং ধর্মীয় সংগঠন ইসকনের উপর হামলার ও নিন্দা করেছেন হাসিনা। তিনি বলেন, ” আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। কিন্তু বাস্তবে মহম্মদ ইউনুসই ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ‍‍্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন। তাঁরাই মাস্টারমাইন্ড। এমনকি, তারেক রহমান ( প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি নেতা) লন্ডন থেকে বলেছেন যে, যদি মৃত্যু চলতেই থাকে তাহলে সরকার ঠিকে থাকবে না।” বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া জনবিক্ষোভের জেরে গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশত‍্যাগ করেছিলেন হাসিনা। বতর্মানে তিনি ভারতে রয়েছেন। গত মাসে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরেই তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন হাসিনা। মঙ্গলবার (৩ ডিসেম্বর ) কার্যত ট্রাম্পের সুরে সুর মিলিয়েই তিনি প্রশ্ন তুলেছেন, ” কেন বাংলাদেশে সংখ‍্যালঘুদের উপর হামলা চলছে। কেন আক্রান্ত হচ্ছে মন্দির, গির্জা?” সেই সঙ্গে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ঢাকা ছেড়ে দিল্লি যাওয়ার কারণ ও ব‍্যাখ‍্যা করেছেন হাসিনা, তিনি বলেন, ” আমি গণহত্যা চাইনি। আমি যদি ক্ষমতার আঁকড়ে থাকতে চাইতাম, তাহলে গণহত্যা হত। যখন নির্বিচারে মানুষের মৃত্যু হচ্ছে, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার চলে যাওয়া উচিত। আমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। আমার নিরাপত্তারক্ষীরা তা ঠেকাতে যদি গুলি চালাতেন তবে গণভবনে বহু মানুষের মৃত্যু হত। আমি তা চাইনি।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn