রবিবার - ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

আসাম- পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে ১০ বিঘার বেশি অবৈধ আফিম বাগান ধ্বংস 

আসাম- পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে ১০ বিঘার বেশি অবৈধ আফিম বাগান ধ্বংস

 

 

আসামরাজ‍্যের কোকরাঝাড় জেলার অন্তগর্ত গোসাঁইগাঁও কো ডিস্ট্রিক্টের অধীন আসাম- পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় ১০ বিঘার বেশি অবৈধ আফিম বাগান ধ্বংস করেছেন আসাম পুলিশ ও আবগারি দফতরের কর্মকর্তারা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ) গোসাঁইগাঁও মহকুমা পুলিশ আধিকারিক ( এসডিপিও) হীরেন কুমার ডেকা এ খবর দিয়ে জানান, তাঁর নেতৃত্বে অবৈধ চাষাবাদের জন‍্য পরিচিত কুখ‍্যাত অঞ্চল সংকোশ নদীর চর এলাকায় আবগারি দফতরের আধিকারিক ও কর্মচারী এবং পুলিশের যৌথ বাহিনী নিয়ে অভিযান চালানো হয়েছিল। নদী পেরিয়ে আফিম ক্ষেতে পৌঁছেন তাঁরা। সেখানে আফিম চাষে একটি সুসংগঠিত নেটওয়ার্ক কাজ করছে বলে জানান তিনি। এসডিপিও ডেকা জানান, আফিম ক্ষেতে পৌঁছে যৌথ বাহিনী ট্র‍্যাক্টর- লাঙ্গলের সাহায্যে ফসল ধ্বংস করেছে। তাঁরা অনুমান করেছেন, এক কেজি আফিমের বাজার মূল্য প্রায় ৬৪ লক্ষ টাকা হলে অবৈধ ক্ষেতে বেশ কয়েক কোটি টাকার আফিম নষ্ট করা হয়েছে। তিনি জানান, অবৈধ আফিম চাষের জন‍্য দায়ীদের শনাক্ত করে তাদের গ্রেফতারের প্রচেষ্টা জোরদার করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn