
আসামে সুইফট বাহন কেড়ে নিল পুলিশ কর্মীর প্রাণ
আসামরাজ্যের গুয়াহাটি মহানগরের লালমাটি এলাকায় ভয়াবহ দুর্ঘটনার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, বুধবার (২৬ ফেব্রুয়ারি ) রাতে তীব্রগতির সুইফট বাহনে কেড়ে নিল আসাম পুলিশের এক কর্মীর প্রাণ। দ্রুতগতির বাহনের ধাক্কায় পুলিশ কর্মীর স্কুটি চূর্ণ- বিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলে স্কুটি চালক তথা পুলিশ কর্মী মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভয়াবহ দুর্ঘটনায় নিহত পুলিশ কর্মী হলেন বিরিঞ্চ কুমার দাস। ঘগ্রাপার থানার আধিকারিক ছিলেন তিনি। মায়ের মৃত্যুতে ১ মাসের ছুটিতে ছিলেন পুলিশ আধিকারিক দাস। প্রকাশ, এএস০১ এওয়াই ৯১০১ নম্বরের সুইফট বাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের মধ্যে পড়ে যায়। জাতীয় সড়ক পার হওয়ার সময় জোরে ধাক্কা মারে স্কুটিতে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সুইফটের চালক। পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।