বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

আসামে সালোয়ার কামিজ পড়ায় মহিলা সমাজচ‍্যুত

আসামে সালোয়ার কামিজ পড়ায় মহিলা সমাজচ‍্যুত

 

 

সালোয়ার কামিজ পড়ার অপরাধে এক মহিলাকে সামাজিকভাবে সমাজচ‍্যুত ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে আসামের সিপাঝাড় রেভিনিউ সার্কল এলাকার গোঙ্গাজানি কুওরি গ্রামে। মেঘালি দাস নামে ওই মহিলা পুলিশ ও প্রশাসনের কাজে অভিযোগ দায়ের করেছেন। মহিলাটি জানান, সালোয়ার কামিজ পড়ার জন‍্য আমাকে সমাজচ‍্যুত করা হয়েছে এবং ৫ হাজার টাকা জরিমানা দিতে বলা হয়েছে। আমি একটি ছোট দোকান চালাই এবং যেহেতু আমাকে বাজার থেকে পন‍্য আনতে হয়, তাই আমি শাড়ির চেয়ে সালোয়ার পড়তে পছন্দ করি। তিনি আরও জানান, গ্রামবাসীরা তার সালোয়ার কামিজ পড়া নিয়ে আপত্তি জানায় এবং সম্প্রতি স্থানীয় মন্দির চত্বরে ক‍্যাঙ্গারু আদালতে এই সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, আমাদের গ্রামের অন‍্য লোকের বাড়িতে যেতে দেওয়া হচ্ছে না। আমার ৩ সন্তানকে ও বলা হয়েছে দোকানে না যেতে, গ্রামবাসীরা সন্তানদের ও স্কুলে আমার বাচ্চাদের সঙ্গে কথা বলতে নিষেধ করেছেন। গ্রামবাসীদের এই সিদ্ধান্তের পরও কাজের সুবিধা হওয়ায় সালোয়ার কামিজ পড়া চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। এদিকে, সালোয়ার কামিজ এবং জিন্স পড়ার জন‍্য মেঘালি দাসকে জরিমানা করা হয়েছিল বলে গ্রামবাসীরা স্বীকার করেছেন, তবে তারা অভিযোগ করেছেন যে মহিলাটি তার দোকানে নকল সোনা বিক্রি সহ অনেক অবৈধ কার্যকলাপের সাথেও জড়িত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn