শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

আসামে ষাঁড়ের আক্রমণে বৃদ্ধের মৃত্যু 

আসামে ষাঁড়ের আক্রমণে বৃদ্ধের মৃত্যু

 

মঙ্গলবার ( ১৩ জানুয়ারি ) ষাঁড়ের আক্রমণে প্রাণ হারালেন ৭৬ বছরের বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে ভারতের আসামরাজ‍্যের কাছাড়জেলার কাটিগড়া এলাকার বিহাড়া ৪র্থ খন্ডের জলাগ্রামে। শিবের নামে উৎসর্গকৃত ষাঁড় হঠাৎ ক্ষেপে গিয়ে ওই এলাকার কৃষ্ণকান্ত সিংহ নামে জনৈক বৃদ্ধকে আক্রমণে গুরুতর আহত করে। বুকে প্রচন্ড আঘাত পান তিনি। গ্রামের লোকজন তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পৌঁছে দেন। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিঃসন্তান কৃষ্ণকান্ত সিংহের স্ত্রীর কান্নায় গ্রামবাসী ছুটে যান। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী জানান, ষাঁড়টি আগেও এলাকার কয়েকজনকে আক্রমণে আহত করেছে। তার জন‍্য শিশু কিশোরদের স্কুলে ও টিউশনে যাতায়াতে মা- বাবা উদ্বেগে থাকেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn