
আসামে ফের ১ সন্দেহভাজন জেহাদিকে গ্রেফতার
আসামে ফের ১ সন্দেহভাজন জেহাদিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) ভোর ৪টায় কোকরাঝাড় শহরের অদূরে মোকরাপাড়া থেকে ১ সন্দেহভাজন জেহাদিকে গ্রেফতার করে এসটিএফ। কোকরাঝাড় পুলিশের সহযোগিতায় নাসিম উদ্দিন শেখ নামের ১ জেহাদিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদিন সকাল ১০টায় এসটিএফ বাহিনী তাকে গুয়াহাটি নিয়ে যায়। প্রকাশ, কিছুদিন পূর্বে ৪ জন সন্দেহভাজন জেহাদিকে কোকরাঝাড় থেকে গ্রেফতার করা হয়। সে সময় নাসিম উদ্দিন শেখ গা ঢাকা দেয়। এবার এসটিএফ বাহিনীর পাতা ফাঁদে পা দেয় নাসিম। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) ভোরে কোকরাঝাড় থানার অন্তগর্ত মোকরাপাড়া তার আশ্রয়স্থল থেকে পাকড়াও করা হয়।
Post Views: ৩৮