বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

আসামে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য 

আসামে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

 

ভারতের আসামে হৃদয়বিদারক ঘটনা। একসঙ্গে তরুণ -তরুণী তাঁদের জীবন শেষ করলেন। এই প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি সংগঠিত হয়েছে আসামের গহপুরে। জানা যায়, গহপুর কুকুরজানের হেমন্ত মহানন্দ নামে চেঙাই গ্রামের যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু এক সপ্তাহ পূর্বে হেমন্তের পরিবার তার জন‍্য অন‍্য এক তরুণীর সঙ্গে বিয়ে ঠিক করেন। শনিবার (১৭ মে) রাতে হেমন্ত মহানন্দ প্রেমিকার সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। সেই রাতে, পরিবারের সদস্যরা তাদের ২জনকে খুঁজতে শুরু করে। কিন্তু রবিবার (১৮মে) সকালে ২ জনের দেহ একে অপরকে সঙ্গে জড়িয়ে থাকা অবস্থায় ঝুলন্ত উদ্ধার করা হয়। গহপুর বন বিভাগের অফিসের সামনে, তাঁরা একটি গাছে এক অপরের দিকে মুখোমুখি হয়ে একটি কঠোর সিদ্ধান্ত নেয়। এদিকে গহপুরের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং উভয়  মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সন্দেহ করা হচ্ছে, প্রেমের পূর্ণতা না পাওয়ায় তাঁরা তাঁদের জীবন শেষ করে দিয়েছে। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn