আসামে উৎকোচ নেওয়ায় সমবায় আধিকারিক গ্রেফতার
উৎকোচ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়লেন এক সমবায় আধিকারিক। মঙ্গলবার (৩ ডিসেম্বর ) আসামরাজ্যের দরং জেলার মঙ্গলদৈ এলাকা থেকে এক সমবায় আধিকারিককে পাকড়াও করে দুনীর্তি নিবারণ শাখা।
জানা যায়, কর্মকর্তা হলেন দরং জেলা সমবায় সমিতির দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার পরেশ কুমার চাহু। তিনি মহিলার কাছ থেকে ৮ হাজার টাকা নেওয়ার সময় ওই অফিসারকে হাতেনাতে ধরা হয়। তিনি সমবায় সমিতি নিবন্ধনের নামে ২ মহিলার কাছে নগদ ১০ হাজার টাকা দাবি করেন। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Post Views: ৩৫