
আসামে উৎকোচ নিয়ে গ্রেফতার সহকারী প্রকৌশলী
উৎকোচ নিতে গিয়ে ধরা পড়লেন আসাম সরকারের সহকারী প্রকৌশলী। যোড়হাট সেট্রাল সেক্টর ডেভেলপমেন্ট অফিসের সহকারী প্রকৌশলী শিবপ্রসাদ শইকিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি এমজিএনআরইজিএ বিল পাস করার নামে ঠিকাদারের কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন। বুধবার (৫ ফেব্রুয়ারি ) দুর্নীতি দমন ও নজরদারি বিভাগ যোড়হাটে সিপাহিখোলা ব্লক উন্নয়ন অফিসারের কার্যালয়ে অভিযান চালায়। এই অভিযানে সহকারী প্রকৌশলী শইকিয়াকে গ্রেফতার করা হয়।
Post Views: ২৮