রবিবার - ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

আসামে আরও এক জঙ্গি গ্রেফতার !

আসামে আরও এক জঙ্গি গ্রেফতার !

 

ভারতের আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার আরও এক জঙ্গি। ধৃতের নাম গাজি রহমান (৩৫)। ওই জঙ্গিকে সোমবার (৩০ ডিসেম্বর ) আসামরাজ‍্যের কোকরাঝাড় জেলা থেকে পাকড়াও করেছে আসাম এসটিএফ। আসাম পুলিশ সম্প্রতি জেহাদি দমনের জন‍্য ” অপারেশন প্রঘাত” শুরু করেছে। অভিযানের মূল লক্ষ্য জঙ্গি সংগঠন আল কায়েদার উপমহাদেশীয় শাখা ( একিউআইএস) এবং আনসারুল্লা বাংলা টিম ( এবিটি) এর সদস্যদের পাকড়াও করা। তাতে ইতিমধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি জঙ্গিকে গ্রেফতার করেছে এসটিএফ। সোমবার (৩০ ডিসেম্বর ) কোকরাঝাড় থেকে ধরা পড়া জঙ্গির সঙ্গে ও বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ সংস্থা জানিয়েছে,  এখনও পর্যন্ত আসাম এসটিএফের হাতে এবিটি এবং একিউআইএসের ১২ জন জেহাদি গ্রেফতার হয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn