আসামে আরও এক জঙ্গি গ্রেফতার !
ভারতের আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার আরও এক জঙ্গি। ধৃতের নাম গাজি রহমান (৩৫)। ওই জঙ্গিকে সোমবার (৩০ ডিসেম্বর ) আসামরাজ্যের কোকরাঝাড় জেলা থেকে পাকড়াও করেছে আসাম এসটিএফ। আসাম পুলিশ সম্প্রতি জেহাদি দমনের জন্য ” অপারেশন প্রঘাত” শুরু করেছে। অভিযানের মূল লক্ষ্য জঙ্গি সংগঠন আল কায়েদার উপমহাদেশীয় শাখা ( একিউআইএস) এবং আনসারুল্লা বাংলা টিম ( এবিটি) এর সদস্যদের পাকড়াও করা। তাতে ইতিমধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি জঙ্গিকে গ্রেফতার করেছে এসটিএফ। সোমবার (৩০ ডিসেম্বর ) কোকরাঝাড় থেকে ধরা পড়া জঙ্গির সঙ্গে ও বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ সংস্থা জানিয়েছে, এখনও পর্যন্ত আসাম এসটিএফের হাতে এবিটি এবং একিউআইএসের ১২ জন জেহাদি গ্রেফতার হয়েছেন।
Post Views: ২৭