আসামের সীমান্তবর্তী গ্রাম থেকে গ্রেফতার ১৬ বাংলাদেশি
ভারতের আসামরাজ্যের দক্ষিণ সালমারার মানকাছাড় থেকে গ্রেফতার ১৬ জন বাংলাদেশি। ভারত- বাংলাদেশ সীমান্তে অবস্থিত জোরডাঙা গ্রাম থেকে বাংলাদেশিদের গ্রেফতার করে পুলিশ। মানকাছাড় পুলিশের তল্লাশি অভিযানে গ্রেফতার হন বাংলাদেশীরা। আপাতত ধৃতদের জেরা করছে মানকাছাড় পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, ধৃতরা জোরডাঙা গ্রামের এক স্থানীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তদন্তে পুলিশ জানতে পারে, ধৃত ১৬ জনের মধ্যে ১৪ জন বাংলাদেশের নাগরিক। ধৃত ১৬ জনের মধ্যে ৩ জনের কাছ থেকে উদ্ধার হয় আধার কার্ড। এতে বেঙ্গালুরুর ঠিকানা রয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের সোমবার (২৩ ডিসেম্বর ) রাতেই বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। যে স্থানীয়দের বাড়িতে ১৬ জন বাংলাদেশি আশ্রয় নিয়েছিলেন, সেই বাড়ির মালিক পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এর আগেও ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আসামে ৬ বাংলাদেশি ধরা পড়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর ) সকালে আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, তাঁদের আবার বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে আসামের কোন অঞ্চল থেকে ওই ৬ জন ধরা পড়েছেন, তা উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী।