আসামের শিবসাগর রাজমাই গরুর হাটে হাহাকার, বিপাকে ব্যবসায়ীরা
গরুর মাংস বিক্রি নিষিদ্ধ হওয়ায় ভারতের আসামরাজ্যের শিবসাগর জেলার রাজমাই গরুর হাটে হাহাকার সৃষ্টি হয়েছে। গরু বিক্রি করতে না পেরে ঘরে ফিরছেন বিক্রেতারা। এখন গরুর মাংস নিষিদ্ধ হওয়ার পর কৃষকদের পেটে লাথি পড়েছে। গরু ক্রেতার সংখ্যা কমে গেছে এবং গরু বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন গরু খামারিরা। আসামরাজ্যের প্রাচীণতম বৃহত্তম গরুর বাজার রাজমাই। শিবসাগর, ডিব্রুগড়, চড়াইদেও, লখিমপুর, ধেমাজি এবং তিনসুকিয়া জেলার শত শত পশু পালনকারী রয়েছে। তারা রাজমাই বাজারে তাদের গবাদি পশু নিয়ে আসেন। বর্তমানে গরুর মাংস নিষিদ্ধ হওয়ায় বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক গরু খামারি আছেন যারা নিষেধাজ্ঞার জন্য রাকিবুল হোসেনকে দায়ী করেছেন। এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলেন, রাজনৈতিকনেতাদের বিবাদে গরু খামারিরা বিপাকে পড়েছেন এটা দুর্ভাগ্যজনক। গরু বিক্রি কমে যাওয়ায় এসব খামারিদের জীবিকা হুমকির মুখে পড়েছে। শীঘ্রই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ও জানিয়েছেন কৃষকরা।