
আসামের বড়খলায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা ! গ্রেফতার স্বামী
ভারতের আসামরাজ্যে কাছাড় জেলার বড়খলায় নৃশংস হত্যাকান্ডের চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, বড়খলার চন্দ্রনাথপুরের ধলছড়ায় একব্যক্তি স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নৃশংস হত্যাকান্ডটি সংগঠিত হয় বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে। স্থানীয় এলাকাবাসী জানায়, রাতে স্বামী – স্ত্রীর মধ্যে শুরু হয় ঝগড়া। এক সময়ে স্বামী বুলু গোয়ালা ধারালো দা নিয়ে স্ত্রীকে উপর্যুপরি প্রচন্ড আঘাত করে। এর ফলে ঘটনাস্থলে মৃত্যু ঘটে পিনি গোয়ালা নামে জনৈক গৃহবধূর। এদিকে, গ্রামরক্ষী বাহিনীর তরফে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন বড়খলা থানার পুলিশ বাহিনী। রাতেই গ্রেফতার করে থানায় নিয়ে যান হত্যাকান্ডে জড়িত বুলু গোয়ালাকে। এলাকাবাসী জানান, বুলু প্রতিদিন মদ্যপান করে ঘরে ফিরে স্ত্রীর ওপর নির্যাতন করত। কখনও লাঠি ও দা নিয়ে ধমক দিয়ে থাকত। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতেই এই নৃশংসকান্ডটি ঘটায় বুলু গোয়ালা। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।