বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

আসামের ডিব্রুগড়ে দুর্ঘটনায় ২ মহিলা নিহত 

আসামের ডিব্রুগড়ে দুর্ঘটনায় ২ মহিলা নিহত

 

ভারতের আসামরাজ‍্যের ডিব্রুগড় জেলার অন্তগর্ত খোয়াঙের রাঙালাও বাজার এলাকায় সংগঠিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ মহিলার মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। প্রকাশ,  রবিবার (১ ডিসেম্বর ) সকাল ৮টায় দুর্ঘটনায় নিহতরা শেরেপাখাটি গ্রামের রুনুমি দাস (৪৫) ও সুমিলা দাস (৫০) এবং গুরুতরভাবে আহত একই গ্রামের অঞ্জলি দাস (৬০ ) বলে শনাক্ত করা হয়েছে। প্রতিদিনের মতো সকালে তাঁরা অন‍্যদের সঙ্গে খোয়াঙের ৩৭ নম্বর  জাতীয় সড়কের পাশে রাঙালাও বাজারে তাঁদের দোকান খুলে পরিস্কার করছিলেন। সে সময়  একটি পণ‍্যবাহী ট্রাক তাঁদের পিষ্ট করে। দ্রুতগতির ট্রাকের নীচে পড়ে ঘটনাস্থলেই ১ মহিলার মৃত্যু ঘটে। অন‍্য ২জনকে উদ্ধার করে ডিব্রুগড় আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও ১ জন মহিলার মৃত্যু ঘটে। অপর আহতের চিকিৎসা চলছে। এদিকে ট্রাকটি তাঁদের দোকান ভেঙে গুঁড়িয়ে পাশের খাদে গিয়ে পড়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গা ঢাকা দিয়েছে। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবারের সৃষ্টি হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn