
আসামের গুয়াহাটিতে প্রেমিকের সহযোগিতায় ছেলেকে টুকরো টুকরো করে কাটল মা !
প্রেমিকের সহযোগিতায় নিয়ে ছেলেকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। ভারতের আসামের ঘটনা। মৃতের নাম মৃন্ময় বর্মন (১০)। সে নবোদয় বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র ছিলেন। রবিবার (১১ মে) গুয়াহাটিতে একটি স্যুইটকেসের ভেতরে তার দেহ উদ্ধার হয়। অভিযুক্ত দিপালী রাজবংশী এবং তাঁর প্রেমিক জ্যোতিময় হালোইকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে নিয়েছেন। সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশ, বন দপ্তরের অফিসের কাছে নির্জন রাস্তায় একটি স্যুইটকেস পড়েছিল। তাতে রক্ত দেখে সন্দেহ হয় এক সাফাই কর্মীর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। উদ্ধার হয় টুকরো টুকরো কাটা দেহ। ঘটনার পর মৃতের পরিবারের খোঁজ শুরু করে পুলিশ। সন্দেহের ভিত্তিতে আটক করা হয় দিপালী এবং তার প্রেমিক জ্যোতিময় হালোইকে। দীপালি প্রথমে দাবি করেছিলেন, তাঁর ছেলে নিখোঁজ এবং এমনকি পুলিশের কাছে অভিযোগ ও দায়ের করেছেন। তবে, তাঁর কথা অসঙ্গতি থাকায় টানা জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ২ জন মৃন্ময়কে খুনের কথা স্বীকার করে নেন। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির স্কুল ব্যাগ উদ্ধার করেছে। ঘটনার পুননির্মাণ হয়েছে। তদন্ত চলছে।