সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

আসামের কয়লা খনিতে বিপর্যয়ে মৃত ৩ শ্রমিক, উদ্ধারে সেনার ডুবুরি, তৈরি কপ্টার 

আসামের কয়লা খনিতে বিপর্যয়ে মৃত ৩ শ্রমিক, উদ্ধারে সেনার ডুবুরি, তৈরি কপ্টার

 

সোমবার (৬ জানুয়ারি ) আসামের উমরাংশু কয়লা খনিতে জল ঢুকে পড়ায় ভিতরে আটকে পড়েছিলেন ১৮ জন শ্রমিক। ওই ঘটনায় মঙ্গলবার ( ৭ জানুয়ারি ) ৩ শ্রমিকের মৃত্যু নিশ্চিত করল পুলিশ, দমকল, রাজ‍্য ও কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, ৩ শ্রমিকের দেহ জলে ভাসতে দেখা গিয়েছে। মৃত ৩ শ্রমিক দলগাঁওয়ের মোস্তফা শেখ, হোসেন আলি ও জাকির হোসেন। এদিকে ভিতরে আটকে পড়া শ্রমিকের সংখ‍্যা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। একটি সূত্রে বলা হচ্ছে, ১৮ নয়, ৯ জন শ্রমিক আটকে পড়েছেন ৩০০ ফুট গভীর র‍্যাট হোল খনির ভিতরে। অবৈধ খনির ১০০ ফুট গভীরে জল পৌঁছে গিয়েছিল। খবর পেয়ে পুলিশ ও দমকলের পাশাপাশি উদ্ধার কাজে নামে রাজ‍্য ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস‍্যরা। আসামের মুখ‍্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার অনুরোধ পেয়ে খনি থেকে শ্রমিকদের উদ্ধারে সাহায্য করছে সেনা। শ্রমিকদের উদ্ধারের পর দ্রুত তাদের হাসপাতালে পৌঁছাতে প্রস্তুত রয়েছে সেনার হেলিকপ্টার। জানা গেছে, ক্রেন ও দড়ির ব‍্যবহারে খনিতে নেমেছেন উদ্ধারকারীরা। র‍্যাট হোল মাইনিং এমন একটি পদ্ধতি যা সাধারণত আসাম, মেঘালয় রাজ‍্যে কয়লা উত্তোলনের জন‍্য ব‍্যবহ‍ৃত হয়ে থাকে। কোনও যন্ত্রের সাহায্যে নয়, অত‍্যন্ত ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে শ্রমিকরাই গর্ত খুড়ে কয়লা উত্তোলন করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn