শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

আসানসোলে মাটি চাপা পড়ে ৩ জন নিহত 

আসানসোলে মাটি চাপা পড়ে ৩ জন নিহত

 

জলের পাইপ লাইনের কাজ করার সময় মাটি চাপা পড়ে মৃত্যু ৩ শ্রমিকের। গুরুতর আহত আরও ১ জন। মঙ্গলবার (২১ জানুয়ারি ) ভয়াবহ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের সালানপুরে। পুলিশ ও স্থানীদের সূত্রে প্রকাশ, মৃত ৩ শ্রমিকের মধ‍্যে ২ জন পড়শি রাজ‍্য ঝাড়খন্ডের বাসিন্দা। তাঁদের নাম রেজ্জাক শেখ (২০), রোহিত শেখ (১৮)। অপর শ্রমিকের নাম নিতেশ পাশওয়ান, তিনি কুলটির নিউ রোডের বাসিন্দা। আহত শ্রমিক শামসুল শেখকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ও ঝাড়খন্ডের বাসিন্দা। এদিন সালানপুরের ডালমিয়ার রেললাইনের সামনে পিএইচই পাইপলাইনের কাজ চলছিল। প্রায় ১০ ফুট গর্ত করার কাজ চলছিল। গর্ত খুঁড়ে মাটি পাশেই রাখা ছিল। হঠাৎই সেই মাটি ধসে পড়ে। মাটির চাঙড়ের মধ‍্যে আটকে পড়েন ৪ শ্রমিক। স্থানীয়রা এসে উদ্ধার কাজে হাত লাগান। শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ঝাড়খন্ডের ২ বাসিন্দা সহ ৩ শ্রমিককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn