
আশুলিয়ায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি নেতার হামলা আহত ০৪
ঢাকা জেলার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া ভাদাইল রূপায়ণ মাঠে আশুলিয়া থানা যুবদলের উদ্যোগে।সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সু সুস্হতা কামনায় দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় ২,৫০০ লোকের জন্য রান্না করা হয় খাবার। ২২ মার্চ দুপুর আনুমানিক ১২ টা ৪৫ মিনিট আশুলিয়া থানা বিএনপির নেতা পিয়ার আলি ও ইদ্রিস আলি সহ প্রায় ৩০/৩৫ জন। দেশীয় অস্ত্র রামদা লোহার রড এস,এস পাইপ ও লাঠি সোঠা নিয়ে সজ্জিত হয়ে। অতর্কিত ভাবে উক্ত অনুষ্ঠানে হামলা চালিয়ে ইফতার মাহফিলের প্যান্ডেল ভাঙচুর করে এবং দা দিয়ে কুপিয়ে স্টেজ মাটিতে মিশিয়ে দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এবং রান্না করা ২,৫০০ জন লোকের খাবার মাটিতে ঢেলে দিয়ে এসময় যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে ২ রাউন্ড গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করেন পিয়ার আলী ও তার সঙ্গীরা।এসময় উক্ত অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক যুবদলের নেতা জহিরুল ইসলাম জানান আমরা শান্তিপূর্ণভাবে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন প্রস্তুতি সম্পন্ন করি। সবাই বাসায় ফ্রেশ হতে যাই ঠিক তখনি পিয়ার আলী ও তার লোকজন হামলা চালিয়ে আমাদের দুটি মোটরসাইকেল নিয়ে যায় এবং দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে। পিয়ার আলী ও তার লোকজনের হামলায় যুবদল কর্মী সাঈদ, শাহাদাত আহত হয় ,এছাড়া, ডেকোরেশনের লোকজন ও সাউন্ড সিস্টেম এর লোকদের কেও মারধর করা হয়।