মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

আশুলিয়ায় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

 

আশুলিয়ায় ডাকাতির ৮ দিন পর রড ভর্তি লুণ্ঠিত ট্রাক উদ্ধার করেছে থানা পুলিশ। একইসঙ্গে সংঘবদ্ধ ডাকাত দলের আনোয়ার হোসেন (৪৫) ও নূর আলম (৪৮) নামের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়ী চয়ড়া এলাকার আব্দুল লতিফের ছেলে আনোয়ার হোসেন (৪৫) এবং সাভার হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার আকবর আলী শেখের ছেলে নূর আলম (৪৮)।

পুলিশ জানায়, গত ৮ মার্চ নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় একদল ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে একটি রডভর্তি ট্রাক ছিনতাই করে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে লুণ্ঠিত রডভর্তি ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাতে সাভারের ব্যাংক টাউন এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে রড ভর্তি ট্রাকটিও উদ্ধার কর হয়। আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পালিয়ে থাকা অন্য ডাকাতদের গ্রেপ্তার অভিযান চলছে বলেও জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn