রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় চুরি হওয়া ৩৭ দিনের নবজাতক উদ্ধার, দম্পতি আটক

আশুলিয়ায় চুরি হওয়া ৩৭ দিনের নবজাতক উদ্ধার, দম্পতি আটক

 

আশুলিয়া থেকে চুরি হওয়া ৩৭ দিন বয়সী নবজাতক শিশু মোরসালিনকে দু’দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। এর আগে, আজ ভোর রাতে গাজীপুরের টঙ্গীর মিল গেইট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রংপুর জেলার মিঠাপুকুর থানার বলদিপুকুর কোনাপাড়া এলাকার রিজু মিয়া ও তার স্ত্রী আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ধরনচ ইউনিয়নের বাসিন্দা।

ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, দুদিন আগে শিশুটির বাবা-মা অভিযোগ করেন তাদের ৩৭ দিন বয়সী নবজাতক শিশু চুরি হয়েছে। আশুলিয়ার চালাপাড়া এলাকায় ভাড়া বাসার সামনে ছোট আরেক শিশুর কোলে ছিল মোরসালিন। এসময় তাদের সঙ্গে সাবলেট থাকা আনোয়ারা বেগম ওই শিশুর কোল থেকে মোরসালিনকে নিয়ে উধাও হয়ে যান। পরে থানায় অভিযোগ দিলে শিশুটিকে উদ্ধার অভিযানে নামে পুলিশ। আনোয়ারা বেগমের ভাড়া বাসায় তার একটি গার্মেন্টসের আইডি কার্ড পায় পুলিশ। সেই পোশাক কারখানা থেকে আনোয়ারার ভোটার আইডি কার্ড সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি হওয়া শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় আনোয়ারা বেগম ও তার স্বামীকে আটক করা হয়েছে।

আটক আনোয়ারা বেগমের স্বামী রিজু মিয়া বলেন, আনোয়ারা ও আমার প্রায় তিন বছর আগে বিয়ে হয়। আনোয়ারা গর্ভবতী ছিল। তার সঙ্গে প্রায় তিন মাস আমার যোগাযোগ ছিল না। হঠাৎ আনোয়ারা আমাকে ফোন করে বলে তার পুত্র সন্তান হয়েছে। এ খবর শুনে তাকে টঙ্গী এলাকায় আমার ভাড়া ভাসায় ডাকি। আনোয়ারা আমার কাছে চলে আসে এবং দুই দিন পর পুলিশ আমাদের আজ থানায় নিয়ে আসে। তিনি আরও বলেন, আমার স্ত্রী তার গর্ভের সন্তান নষ্ট করে মোরসালিন তার সন্তান হিসাবে নিয়ে আমার কাছে আসে। এর বেশি কিছু জানি না।

আনোয়ারা বেগম বলেন, আমি মোরসালিনের বাবা-মায়ের সঙ্গে আশুলিয়ার চালাপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকতাম। মোরসালিনকে তার মায়ের কোল থেকেই নিয়ে এসেছি। তবে শিশুটিকে কিছু করেননি, আর বেশি দূরেও নিয়ে যাননি বলে জানান তিনি।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আটক হওয়া দম্পতির নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল শুক্রবার তাদেরকে আদালতে পাঠানো হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn