বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

আশাশুনি বড়দলে ক্যারাম বোডের গুটি নিয়ে মারপিটে ভাই বোন আহত

আশাশুনি বড়দলে ক্যারাম বোডের
গুটি নিয়ে মারপিটে ভাই বোন আহত

আশাশুনি বড়দলে ক্যারাম বোডের গুটি নিয়ে মারপিটে ভাই বোন আহত হয়েছে l গতকাল রাত ৮টার সময় এ ঘটনাটি ঘটেছে উপজেলার বড়দল বাজারে আনারুল ইসলাম সরদারের পুত্র আশিক সরদারের চায়ের দোকানের l এ ব্যাপারে থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে ও এলাকা ঘুরে বড়দল বাজারে বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলে জানাগেছে বড়দল গ্রামের মৃত মোজাম সরদারের পুত্র আনারুল ইসলাম সরদারের বড়দল বাজারে কিছু এলাকার কিছু ব্যক্তিবর্গ ক্যারাম বোর্ড খেলছিল l খেলা চলাকালীন সময় ক্যারাম বোর্ডেরগুটি জোরে মারলে একটি গুটি ছটকে পার্শ্ববর্তী বড়দলের বুড়িয়া গ্রামের মনিরুল সরদারের পুত্র রাজিব সরদারের বড়দল বাজারের চায়ের দোকানের বেড়ার গায়ে লাগে l এ সময় আনারুল ইসলাম সরদারের পুত্র আশিক সরদার ক্যারাম বোর্ডের গুটি আনতে গেলে রাজিব সরদার অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকলে নিষেধ করা আশিককে মারপিট করতে থাকলে তার বোন প্রিয়াঙ্কা ভাইকে উদ্ধার করার তাকেও বেপরোয়া মারপিট করে আহত করার সহ তার গলায় থাকা আটা না ওজন একটি স্বর্ণের চেন ও দুই কানে থাকা চার আনা ওজনের স্বর্ণের দুল টান মেরে ছিড়ে নিয়ে আত্মসাৎ করে l এ সময় বাজারের লোকজন রাজিব সরদারের হাত থেকে আহা তো ভাই বোনকে উদ্ধার করে তার পরিবারকে খবর দিলে পিতা মাতা ও তাদের বড় কাকা দ্রুত ঘটনাস্থলে এসে আহত রক্তাক্ত ভাই-বোন উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসে l এ ব্যাপারে আহতদের পিতা আনারুল ইসলাম সরদার বাদী হয়ে থানা একটি লিখিত অভিযোগ দায়ের করে l অভিযোগের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জের নির্দেশে এস আই আব্দুর রশিদ সঙ্গে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে প্রস্তুতিতে বিষয়টি তদন্ত কার্যক্রম শুরু করলেন বড়দল বাজারে উপস্থিত বিভিন্ন লোকজন জানান চায়ের দোকানদার রাজিব সরদার অত্যন্ত দুর্দান্ত দুর্ধর্ষ প্রকৃতির ব্যক্তি l সামান্য ক্যারাম বোর্ডেরগুটি ভাই বোনকে এমনভাবে মারপিট করতে থাকে বাজারের লোকজন তার হাত থেকে তাকে তাদেরকে ছাড়িয়ে নিতে পারছিল না l সে প্রায় গ্রামের বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কারণে-অকারণ বিরোধ সৃষ্টি করে l এছাড়া কিছুদিন আগেও আনারুল ইসলামের কন্যা প্রিয়াঙ্কা তার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল তখন সে তাকে খারাপ কথাবার্তা বলার l বিষয়টি প্রিয়াংকা তার পরিবারকে জানালে পিতা মাতা ও ভাই কেন খারাপ কথাবার্তা বলে তা রাজিব সরদারের কাছে জানতে চাইলে শাকিব তো হয়ে দোকান থেকে লাঠি ছুটা নিয়ে তাদেরকে
মারপিট করে l এছাড়া অভিযোগ রয়েছে তার এক ভাইকে মারপিট করে জমি জবর দখল করে নেয় l সে এভাবে সে দিনের পর দিন বিভিন্ন কর্মকান্ড চালিয়ে বড়দল বাজারের লোকজনদের অতিষ্ঠ করে তুলেছে l তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন বড়দল এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার l

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn