বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আশাশুনির শালখালী-বসুখালী সড়কে এইচবিবি কাজে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

আশাশুনির শালখালী-বসুখালী সড়কে এইচবিবি কাজে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

 

★ দেড়-দুই নম্বর ইটের ব্যবহার
★ মাটি-বালি ব্যবহার
★ রাস্তার পাশের মাটি কেটে ব্যবহার
★ স্লোব না রেখে মাটির কাজ
সাতক্ষীরা প্রতিনিধি

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের শালখালী টু বসুখালী রাস্তায় এইচবিবি কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এলাকার মানুষ অনিয়ম রোধ করে সিডিউল মোতাবেক কাজ করাতে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
২৪৪০ মিটার সড়কটি বছরের পর বছর ধরে চরম অবহেলায় ছিল। এলাকার মানুষ রাস্তা ব্যবহারে অসীম ভোগান্তি পেয়ে এসেছে। দীর্ঘকাল পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় সরকারি ভাবে কাজটির জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কাজের জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ হয়েছে। ৯ফুট আড়ের রাস্তাটি কাজ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক। ৫ ইঞ্চি বালি দিয়ে বেড তৈরির নিয়ম আছে। কিন্তু বেডে বালি বাইরে থেকে না এনে স্থানীয় লবণাক্ত পানির খাল থেকে মাটিবালি কেটে বেডে ব্যবহার করা হয়েছে। সবস্থানে বালির ব্যবহার ৫ ইঞ্চি করা হয়নি। লোনা মাটিযুক্ত বালির ব্যবহার করায় ঠিকাদারের খরচ সংস্থান হলেও রাস্তার বারোটা বাজানোর গোড়া পত্তন করা হয়েছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn