
আশাশুনির ভাঙনকবলিত বেড়ি বাঁধ ২৪ ঘন্টায়ও মেরামত হয়নি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ৬টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে এসব গ্রামের মৎস্য ঘের ও ফসলি জমি। কিছু কিছু বাড়ি ঘরেও পানি উঠতে শুরু করেছে।
সোমবার এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাধটি বাধার চেষ্টা করে ব্যর্থ হয়। আজ সকালে সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেছেন।
সোমবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে আশাশুনি উপজেলার বিছট গ্রামের আব্দুর রহিম সরদারের ঘেরের বাসার কাছ থেকে প্রায় দেড়’শ ফুট বেড়িবাঁধ হঠাৎ করেই খোলপেটুয়া নদীতে বিলীন হয়ে যায়। এরফলে আনুলিয়া ইউনিয়নের বিছট, বল্লবপুর, নয়াখালী, বাসুদেবপুর, আনুলিয়া ও মীর্জাপুরের নি¤œাঞ্চলে অবস্থিত মৎস্য ঘের ও ফসলি জমি ভেসে যায়।