বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আশাশুনির বড়দল ইউনিয়নের কদমতলা গ্রামে বাবার ধামে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দশম তম চড়ক পূজা অনুষ্ঠিত

আশাশুনির বড়দল ইউনিয়নের কদমতলা গ্রামে বাবার ধামে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দশম তম চড়ক পূজা অনুষ্ঠিত

 

সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন বড়দল ইউনিয়নের কদমতলা গ্রামে বাবার ধাম উপলক্ষে ১০ তম চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ইং এপ্রিল) সকাল ৮ ঘটিকার সময় কদমতলা বাবার ধামে এ চড়ক পূজা অনুষ্ঠিত হয়। কদমতলা ধামে জমি দাতা বাবু বিশ্বজিৎ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়দল ইউনিয়নের সাবেক আহবায়ক আশাশুনি উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আজহারুল ইসলাম (মন্টু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়দল যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম (শরীফ) বড়দল ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য সত্যরঞ্জন বৈরাগী, অবসরপ্রাপ্ত শিক্ষক তারাপদ হালদার, ফকরাবাদ গার্লস স্কুলের শিক্ষক ওনাল মুখার্জী, পরিতোষ কুমার মন্ডল। পূজা কমিটির কোষাধ্যক্ষ মাস্টার কৃষ্ণপদ মন্ডলের সঞ্চালনায় পূজায় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন উক্ত পূজা কমিটির প্রতিষ্ঠাতা দিবস সরকার,সহ-সভাপতি সুভাষ মন্ডল জমি দাতা সঞ্জয় মন্ডল, আহবায়ক স্বপন মন্ডল, সদস্য বিনয়কৃষ্ণ মন্ডল, শিক্ষক দেবব্রত মণ্ডল, সুব্রত মন্ডল, দেবাশীষ মন্ডল, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চড়ক পূজা অনুষ্ঠানে পাইকগাছা উপজেলার খড়িয়া শিব সংঘের সাতজন সদস্য রাজেশ,জয়ন্ত, শুভ, রাজীব,বিশ্বনাথ, রনজিত তারা তাদের জিভায়, ঠোঁটে মুখে, বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে বান বর্ষি ভেদ করে হাজার হাজার ভক্তবৃন্দকে আকর্ষিত করে, পহেলা চৈত্র হইতে চৈত্র শেষ পর্যন্ত জলদান কার্যক্রম হয়, সকাল ৮ টায় গঙ্গাস্নান, বিকাল ৩ টায় দেওয়াল পূজা, বিকাল ৫ টায় চড়ক পূজা, বিকাল ৫.৩০ মিনিটে হনুমান ভাঙ্গা, সন্ধ্যা ৬ টায় আগুন সন্ন্যাস, রাত ৬.৩০ মিনিটে কাঁটা সন্ন্যাস, রাত ৭:০০ টায় পাটার সন্ন্যাস , ৭ঃ৩০ মিনিটে খাড়া সন্ন্যাস, রাত ৮ঃ০০ টায় বর্ষি ফুটিয়ে চড়ক ঘুনুন সন্ন্যাস, অগ্নি সন্ন্যাস, সর্বশেষ ৮.৩০ মিনিটে মুখে বর্ষি ফুটানো সন্ন্যাস দিয়েই অনুষ্ঠানটি শেষ হয়, কদমতলা বাবার ধাম চড়ক পূজা অনুষ্ঠানে পাইকগাছা উপজেলা কয়রা উপজেলা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ভক্তগণের আগমন ঘটে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn