
আশাশুনিতে জমি জবর দখল ও মাছ লুটের প্রতিকারের দাবীতে সংবাদ সম্মেলন
সাতক্ষীরা জেলার আশাশুনির ফকরাবাদে ভূমিহীনদের জমি জবর দখল ও জাল টেনে দুই লক্ষাধিক টাকার মাছ লুটের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার বেলা ১১ আশাশুনি প্রেস ক্লাবে ফকরাবাদ আদর্শ গ্রামের ২০ টি পরিবারের পক্ষে ৯ পরিবার উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন।
আদর্শ গ্রামের রাজ্জাক গাজী, ছাত্তার গাজী, মুজিবর বিশ্বাস, বারীক গাজী, ছবিরন, মঞ্জু খাতুন, গফফার গাজী, মানু খাতুন, খুকু মনি লিখিত বক্তব্যে জানান, স্থানীয় ছালাম গাজী, ছাইদ গাজী, শাহাদাৎ গাজী, আমান গাজী, রমজান গাজী, ফুন্টি খাতুন আদর্শ গ্রামের ২০টি পরিবারের উপর বছরের পর বছর অত্যাচার করে আসছে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে এমপি রুহুল হকের আস্থাভাজন ডালিম চেয়াম্যানে সহযোগিতায় জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজী, ছিনতাই, মারামারি হানাহানির সাথে জড়িত ছিল। ৫ আগস্টের পরে তারা কতিপয় বিএনপি নেতার মদদে সক্রিয় হয়ে আবারও জবর দখল শুরু করে। সচেতনরা বাধা দিলে তারা জীবন নাশের হুমকী দিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে থানা ও আদালতে অনেক অভিযোগ, জিডি, মামলা রয়েছে। তারা বখাটে, চাঁদাবাজ ও গাজাখোরদের নিয়ে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। এনিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে জবর দখলকারীরা বেপরোয়া হয়ে ওঠে। গত ১ এপ্রিল সকালে তারা বড় বেড়জাল দিয়ে তাদের সরকারি বরাদ্দকৃত খাল থেকে দুই লক্ষাধিক টাকার মাছ জোর পূর্বক মেরে লুটপাট করে নেয়। এব্যাপারে থানাকে অবহিত করা হয়েছে। তাদের অপকর্মের বিরুদ্ধে গত ৫/৭/২৩ তাং ইউএনও কার্যালয়ে গণ শুনানী হয়। শুনানীকালে বিবাদীপক্ষকে আদর্শগ্রামে ঢুকতে নিষেধ করা হয়। থানায় অভিযোগ করা হলে ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, মেম্বার ফারুক হোসেনের উপস্থিতিতে অনুষ্ঠিত শালিসে বিবাদীরা কোর্টের আদেশ না পাওয়া পর্যন্ত জমিতে যাবেনা বলে অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন। কিন্তু তারা কোন কিছুই মানছেনা। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক ভূমিহীনরা শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে তার ব্যবস্থা করতে জোর দাবী জানান হয়।