
আশাশুনিতে জনসেবায় দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে থানার ওসি নোমান হোসেন
আশাশুনিতে জনসেবায় দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন। তিনি গত (৬ জানুয়ারি ২০২৫) থানায় যোগদান করেন। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় থানায় যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মানুষের কল্যাণে দিন-রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন আশাশুনি থানার (ওসি) নোমান হোসেন। যোগদানের পূর্বে তিনি সিআইডি ফরেনসিক বিভাগে ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ওসি হিসেবে এটাই তার প্রথম কর্মস্থল। চাকরির জগতে তিনি ২০১০ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ছাত্র হিসেবে ওসি নোমান খুবই মেধাবী ছিলেন। তিনি পঞ্চম শ্রেনীতে বৃত্তি প্রাপ্ত হন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ভুগোল ও পরিবেশ বিদ্যায় অনার্সে প্রথম শ্রেণিতে ২য় স্থান অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দূর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ের উপর মাষ্টার্স করেন। তার জন্মস্থান ভোলা জেলার লালমোহন উপজেলার কলেজপাড়া সাত নম্বর ওয়ার্ড পৌরসভায়। চাকুরী করার পাশাপাশি তিনি একজন সাহিত্য ও সংস্কৃতি প্রেমি মানুষ। ইতোমধ্যে তার লেখা কয়েটি বই প্রকাশিত হয়েছে। ক্রীড়া প্রিয় মানুষ ওসি নোমান হোসেন আশাশুনিতে নতুন (ওসি) হিসেবে যোগদান করার পরেই ঘোষণা দিয়েছিলেন পুলিশ ও জনতার সম্পর্ক হবে বন্ধুর মত। জনসাধারণের যেকোন প্রয়োজনে পুলিশ সহায়তা দিতে বদ্ধপরিকর। আপনারা পুলিশকে সহযোগিতা করবেন, তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমাদের জন্য খুব সহজ হবে।
তিনি আইন শৃঙ্খলার পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিলেন সন্ধ্যার পর একটা শিক্ষার্থীও আর বাজার-ঘাটে থাকতে পারবেনা। কোন চায়ের আড্ডায় থাকতে পারবে না। শিক্ষার্থীদের থাকতে হবে পড়ার টেবিলে। আগের দিন শেষ আজ থেকে আশাশুনি থানার নতুন জীবন শুরু। কোন মাদক ও জুয়ার স্থান হবে না। হোক সেটা মোবাইল জোয়া বা অন্যকোন ধরনের জোয়া। জুয়ার সাথে জড়িত থাকলেই ব্যবস্থা। মাদক নির্মূলের বিষয় সব সময় সতর্ক থাকবে আশাশুনি থানা পুলিশ। মাদক সেবনকারী বা মাদক বিক্রেতা কোন দলের হতে পারেনা। এরা সমাজের শত্রু। এছাড়া তিনি আরো বলেছিলেন, থানায় জিডি করতে আসলে কোন টাকা লাগবে না। বাহির থেকে যদি কেউ জিডি করার জন্য অনলাইন করে তাহলে সেই কম্পিউটার ম্যানকে ৫০ টাকার ঊর্ধ্বে দেওয়া যাবে না। যদি কেউ ৫০ টাকার বেশি নেয় তাহলে আমাদের বলবেন আমরা তার ব্যবস্থা গ্রহণ করব। তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী সততা ও দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আশাশুনি থানার পুলিশের ভাবমূর্তি উজ্বল করেছেন সর্বসাধারণের কাছে। তিনি ইতোমধ্যেই দলমত নির্বিশেষে আশাশুনিবাসীর সহযোগিতায় থানা পুলিশের টিম নিয়ে অপরাধবদ্ধ ও ডাকাতি, খুন, জখম, মাদকমুক্ত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভালো কাজের মাধ্যমে মানুষের আস্থার প্রতীক হিসেবে সুনাম অর্জন করেছেন আশাশুনি থানার ওসি। যানা গেছে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও মাদকের বিরুদ্ধে জোরালো অবস্থানসহ মানবসেবা করে যাচ্ছেন। বিভিন্ন শ্রেণী পেশা ও চাকরিজীবী মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরে ঈদুল ফিতর উদযাপন করতে পারে। সে লক্ষ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট ও যানজটের মহড়া পরিচালনা করে যাচ্ছে প্রতিনিয়ত। তিনি সরকারের নির্দেশনা অনুযায়ী আশাশুনি উপজেলার বিভিন্ন হাটবাজারে দোকানদারদের পলিথিন এবং প্লাস্টিক ব্যবহার করতে নিষেধ প্রদান করেছেন। এবং এলাকার পরিবেশ পরিস্থিতি সৌন্দর্য রাখার স্বার্থে প্রত্যেক দোকানে এবং প্রত্যেক বাড়িতেই প্লাস্টিকের ড্রাম ব্যবহার করে ময়লা আবর্জনা ফেলানোর কথা বলেন। এছাড়া পলিথিন না ব্যবহার করে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশ প্রদান করেন তিনি। ওসি নোমান হোসেন নিজের চোখের ঘুমকে হারাম করে নিজেই অভিযান পরিচালনা করে যাচ্ছে। ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর ডেবিল হ্যান্ড এর অভিযান পরিচালনা করে আশাশুনি উপজেলার আওয়ামী লীগ নেতা আবু হেনা শাকিল, ডাক্তার শিহাব উদ্দীন, আসমাউল, ইদ্রিস আলী, মুজিবর মোল্যা, জাকির চেয়ারম্যানের ভাই শাহিন সহ ২০থেকে ৩০জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আশাশুনি থানাবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে এবং সম্ভবনাময় তরুণ প্রজন্মকে বাঁচাতে আশাশুনি থানার প্রত্যেক এলাকায় মাদক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তি, তাদের আশ্রয়দাতাসহ মাদকসেবীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যদিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান যানান তিনি। তবে তথ্য প্রদানকারীর গোপনীয়তা রক্ষা করবে থানা পুলিশ। আপনাদের চারপাশে ঘটে যাওয়া যে কোনো অপরাধের সংবাদ আমাকে জানান। আপরাধী যতই শাক্তিশালী হোক না কেন, আইনগত ব্যবস্থা নেয়া হবে। তথ্য দিন সেবা নিন। সামনে ঈদুল ফিতর। গরিব অসহায় ও দুস্ত মানুষ যাতে এই ঈদুল ফিতর উদযাপন করতে পারে সেজন্য উপজেলার বিত্তবানদের প্রতি সহযোগিতার আহ্বান জানান তিন। উপজেলা বাসীকে আরো সুন্দরভাবে সেবা দেওয়ার জন্য উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন (ওসি) নোমান হোসেন।