মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আশাশুনিতে চাঁদার টাকা দিতে না পারায় চার পরিবার বাড়িছাড়া

আশাশুনিতে চাঁদার টাকা দিতে না পারায় চার পরিবার বাড়িছাড়া

চাঁদার টাকা দিতে না পারায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামের চার পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে।

চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকান্ডের মূল হোতা জুবায়ের হোসেন, নাজমুল হুদা, সাঈদসহ মদদদাতা ইউপি সদস্য রায়হানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সোমবার (২৪ মার্চ) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেছে নাকনা গ্রামের ভুক্তভোগি পরিবারের সদস্যরা।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য মো: সোহাগ গাজী বলেন, গত ৫ আগস্টের পর থেকে রায়হান মেম্বারের নেতৃত্বে তিন দফায় স্থানীয় নাকনা গ্রামের চারটি পরিবারের কাছে ২০ হাজার, ৫০ হাজার ও ১ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। দাবিকৃত চাঁদার টাকা দেওয়ার জন্য তাদের উপর বার বার চাপ দেওয়া হচ্ছিল।

টাকা না দিলে মারপিট এমনকি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। কিন্তু গরিবও অসহায় হওয়ায় তাদেও দাবিকৃত চাঁদার টাকা দিতে পারছিলেন না। একপর্যায় চাঁদার টাকা না দিতে পারায় গত ৩ মার্চ নাকনা গ্রামের শামীম মোড়লের বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

সানজিদা বেগম বলেন, চাঁদার টাকা না দেওয়ায় চারটি পরিবারের সদস্যদের মারধর করে গত ২১ দিন ধরে বাড়িছাড়া করে রেখেছে ওই সন্ত্রাসীরা। বাড়িছাড়া হয়ে তারা নারী ও শিশু সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

তারা রায়হান মেম্বার ও জুবায়ের গংদের হাত থেকে নিষ্কৃতি পেয়ে যাতে দ্রুত নিজেদের বসতবাড়িতে ফিরতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশপাশি নাকনা গ্রামের চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকান্ডের মূল হোতাদের গ্রেপ্তারের দাবি জানান। তারা এব্যপারে সাতক্ষীরা জেলা প্রশাসক. পুলিশ সুপার ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে ইউপি সদস্য রায়হানের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য শামীম বাবু, মো: সোহাগ গাজী, শাকিল গাজী, মাসুম বিল্লাহ, সানজিদা বেগম, ময়না খাতুন, নাজমা বেগম প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn