
আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কঃ)’র ৮০তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন
ইমামুল আউলিয়া, খলিফায়ে গাউসুল আজম হযরত শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী(কঃ)’র ৮০তম বার্ষিক ওরশ শরীফ গতকাল ১২ ডিসেম্বর বৃহস্পতিবার মহাসমারোহে ফরহাদাবাদ দরবার শরীফ “আন্জুমানে গাউসিয়া আমিনিয়া ফয়জিয়া”কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।
ওরশ শরীফে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রান মানুষ অংশগ্রহণ করেন।মিলাদ কিয়াম ও আলোচনা শেষে দেশ ও জাতির কল্যানে মুনাজাত পরিচালনা করেন ফরহাদাবাদ দরবার শরীফের খলিফা হযরত মওলানা রফিকুল ইসলাম আশরফি (ম.জি.আ)।
সর্বশেষ সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
Post Views: ৭৬