রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী (ক.)’র ৭৯তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী (ক.)’র
৭৯তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

 

গাউসুল আজম, ইমামুল আওলিয়া, সৈয়দ আহমদ উল্লাহ (কুঃ) মাইজভান্ডারীর অন্যতম খলিফা গাউছে যমান, মুফতিয়ে আজম, বাহারুল উলুম ইমাম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কুঃ)’র ৭৯তম বার্ষিক ওরশ শরীফ ইসলামী ভাবগাম্বির্যতার মাধ্যমে মহাসমারোহে “আনজুমানে গাউসিয়া আমিনিয়া ফয়জিয়া” কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় ফরহাদাবাদ দরবার শরীফে ১২ ডিসেম্বর ২০২৩ ইং অনুষ্ঠিত হয়। ওরশ শরীফে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত অনুরক্ত মুরিদান উপস্থিত হন।ওরশের কর্মসূচির মধ্যে ছিল কোরআন তেলাওয়াত, হামদ নাত গজল, হুজুরের জীবনী আলোচনা, মাইজভান্ডারী কালাম, মিলাদ কিয়াম ও আখেরী মুনাজাত। বক্তারা যুগে যুগে ইসলাম ও সুন্নিজামাতের খেদমতে আল্লামা ফরহাদাবাদীর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন হুজুর ফরহাদাবাদী সমসাময়িক কালে ইসলামের বিভিন্ন জঠিল বিষয়ের সমাধান করে বর্তমান কালের বিভিন্ন ওলামাদেরকে পথ চলার সুযোগ করে দিয়েছেন। আখেরী মুনাজাত পরিচালনা করেন আওলাদে পাক। সর্বশেষ আগত মুরিদান ভক্ত অনুরক্তদের মাঝে তবারুক পরিবেশন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn