বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

আলিপুরদুয়ারে গাড়ির উপর গাছ ভেঙে পড়ে মৃত্যু শিক্ষিকা 

আলিপুরদুয়ারে গাড়ির উপর গাছ ভেঙে পড়ে মৃত্যু শিক্ষিকা

 

আচমকাই ব‍্যাপক ঝড় ও শিলাবৃষ্টি। তার জেরে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে কুমারগ্রাম ব্লকের একাধিক এলাকা বিপর্যস্ত। বহু জায়গায় বড় বড় গাছ ও বিদ‍্যুতের খুঁটি উপড়ে পড়েছে। গাড়ির উপর গাছ ভেঙে পড়ে প্রাণ হারালেন এক শিক্ষিকা। মৃতার নাম বনি বোস। ঘটনায় গুরুতর আহত তাঁর স্বামী ও সন্তান হাসপাতালে ভর্তি। পরিস্থিতি মোকাবিলার জন‍্য যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন। জানা যায়, শনিবার (১০মে) আলিপুরদুয়ার জেলার একাধিক জায়গায় আকাশ কালো করে আসে। কিছু সময়ের মধ‍্যেই প্রবল ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। একাধিক জায়গায় গাছ উপড়ে পড়তে দেখা যায়। ঝড়ের মধ‍্যেই নিজেদের গাড়িতে বাড়ি ফিরছিলেন শিক্ষিকা বনি বোস। তিনি আলিপুরদুয়ার সাউথ সার্কেলের শিক্ষিকা ছিলেন। বাড়ি বেলতলা এলাকায়। কুমারগ্রাম ব্লকের কামাখ‍্যাগুড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। ওই গাড়ির উপর একটি বড়গাছ ভেঙে পড়ে। গাছের ভারে গাড়িটি উপর থেকে কার্যত দুমড়ে মুচড়ে যায়। গাড়ির মধ‍্যেই মারা যান ওই শিক্ষিকা। পরে স্থানীয়রা ওই এলাকায় গিয়ে অভিশপ্ত গাড়ি থেকে উদ্ধার করে মৃতার আহত স্বামী ও সন্তানকে। তাঁদের ২ জনকেই হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে প‍ৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শোকবিধ্বস্ত প্রতিবেশীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn