রবিবার - ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

আলিপুরদুয়ারে ইট দিয়ে মাথা থেঁতলে দাদাকে খুন ! গ্রেফতার ভাই

আলিপুরদুয়ারে ইট দিয়ে মাথা থেঁতলে দাদাকে খুন ! গ্রেফতার ভাই

 

ভারতের উত্তরবঙ্গ আলিপুরদুয়ার জেলার প্রত‍্যন্ত এলাকা কার্তিকা হরবরি বস্তিতে ইট দিয়ে মাথা থেঁতলে দাদাকে খুন করলো ১৬ বছরের নাবালক ভাই। ঘটনাকে কেন্দ্র করে ব‍্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে  এলাকায়। জানা যায়, রবিবার (২৪ নভেম্বর ) রাতে ছোটভাই বিমান কুজুর তার দাদা বাবুলাল কুজুরের মধ‍্যে বচসা হয়। এরপরই বিমান পাথর দিয়ে দাদার মাথায় আঘাত করে। পরে ইট দিয়ে মাথা থেঁতলে দেয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে বাবুলালের দেহ। এমনকি দেহ লোপাট করতে ৪ ফুটের গর্ত ও করে অভিযুক্ত ভাই। সোমবার (২৫ নভেম্বর ) সকালে আরেক ভাই সঞ্জীব কুজুর ঘুম থেকে উঠে দাদার নিথর দেহ দেখতে পায়। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শামুকতলা থানায় নিয়ে যায়। গ্রেফতার করা হয় বিমান কুজুরকে। গোটা ঘটনায় তদন্তে শামুকতলা থানার পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn