
আলহাজ এম এ সবুর: এক আলোকিত জীবনের সফল মানুষ
————————-
চট্টগ্রামের এক কৃতীসন্তান, সমাজসেবক, ধর্মীয় চিন্তাবিদ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একজন অসাধারণ ব্যক্তি হলেন আলহাজ এম এ সবুর। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ এলাকা হালদা নদীর তীরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর জীবন ও কর্ম মানবতার সেবায় উৎসর্গিত, যেখানে ইসলামী আদর্শ, সামাজিক কল্যাণ ও সাহিত্যচর্চার এক অপূর্ব সমন্বয় দেখা যায়।
শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক চর্চা:- শিক্ষাজীবনে এম এ সবুর, চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মোহসীন কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং মেধার স্বাক্ষর রাখেন। ছোটবেলা থেকেই তিনি ইসলামী শিক্ষা ও গবেষণার প্রতি গভীর আগ্রহী ছিলেন। বিশেষত, বাংলাদেশের জাতীয় কবি কাজী কবি নজরুল ইসলাম সম্পর্কে গবেষণা ও লেখালেখির ক্ষেত্রে তিনি অসাধারণ অবদান রেখেছেন। নজরুলের সাহিত্য, তাঁর ইসলামী ভাবধারা ও মানবতার বাণী আলহাজ্ব এম এ সবুরের চিন্তাজগতকে গভীরভাবে প্রভাবিত করেছে।তাঁর জ্ঞান তাত্ত্বিক গবেষণা ও ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহী মনোভাবের জন্য তিনি ইসলাম, কোরআন, হাদিস এবং বিশ্বের অন্যান্য ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন। বিশেষ করে, ধর্মতত্ত্ব ও সুফিবাদ নিয়ে তাঁর পান্ডিত্য অনন্য। এসব বিষয়ে তিনি নিয়মিত বক্তৃতা দিয়ে থাকেন এবং বহু সভা-সেমিনারে অংশগ্রহণ করে ইসলামের মৌলিক শিক্ষা ও মূল্যবোধের প্রচার চালিয়ে যাচ্ছেন।
রাজনৈতিক ও সামাজিক ভূমিকা:- একজন বর্ষীয়ান রাজনৈতিক কর্মী ও সংগঠক হিসেবে আলহাজ এম এ সবুর বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথের সৈনিক ছিলেন। তিনি সুন্নীয়তভিত্তিক রাজনৈতিক সংগঠন “বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট”–এর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তাঁর রাজনৈতিক দর্শন ছিল শান্তিপূর্ণ ও কল্যাণমুখী, যেখানে ইসলামের ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করাই ছিল প্রধান লক্ষ্য। তিনি শুধু রাজনীতি নয়, সমাজের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। সমাজসেবা ও মানবতার কল্যাণে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ, পরিবেশ উন্নয়ন, পথশিশুদের শিক্ষা ও অভুক্তদের সহায়তা, চট্টগ্রাম উন্নয়ন পরিষদ, রোগী কল্যাণ সমিতি, মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র, মুসলমান ইতিহাস সমিতি, মিনহাজুল আবেদীন আন্তর্জাতিক সেবা সংস্থা, চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (সিডিডিএস)–সহ বহু সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। এসব সংস্থার মাধ্যমে তিনি অসংখ্য মানুষের সেবা করে যাচ্ছেন। বিশেষ করে অবহেলিত প্রতিবন্ধীদের কল্যান স্মরণ করার মতো।
ইসলামী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠক:- একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হিসেবে এম এ সবুর ইসলামী সাহিত্য ও সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি নিয়মিত ইসলামী সভা-সম্মেলন, আলোচনা সভা ও সেমিনারে বক্তব্য রাখেন। দেশ ও বিদেশের বহু ইসলামিক ফোরামে তিনি অংশগ্রহণ করে বাংলাদেশের ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরেছেন। তাঁর বক্তব্য ও চিন্তাগুলো সমাজের অনেককে ধর্মীয় ও মানবিক চেতনায় অনুপ্রাণিত করেছে। তিনি দেশ বিদেশের বহু সভা সেমিনারে অংশ গ্রহণ করেছেন। তিনি একজন পরিব্রাজকও বটে।
পেশাগত জীবন ও পরিবার:- পেশাগত জীবনে এম এ সবুর অত্যন্ত সফল একজন সংগঠক ও প্রশাসক। তিনি দেশ-বিদেশে খ্যাতিমান মিষ্টি উৎপাদনকারী প্রতিষ্ঠান “ফুলকলি লি.”-এর সম্মানিত জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি প্রসার লাভ করেছে এবং দেশের অন্যতম সেরা খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।
ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী ও পরহেজগার ব্যক্তি। তাঁর স্ত্রী মিসেস সবুরও একজন গুণী ও জনসেবামূলক ব্যক্তিত্ব। তিনি দুইবার উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। তাঁদের পরিবার সবসময় সামাজিক ও মানবিক কল্যাণমূলক কাজে নিয়োজিত রয়েছে।আলহাজ এম এ সবুর একাধারে ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক, রাজনৈতিক সংগঠক এবং একজন মানবিক গুণাবলিতে সমৃদ্ধ ব্যক্তি। তাঁর জীবনপ্রবাহ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। ধর্ম, সাহিত্য, সমাজসেবা ও ব্যবসায়িক ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবন কামনা করি, যেন তিনি আগামী দিনগুলোতেও মানবতার কল্যাণে কাজ করে যেতে পারেন।
——————–
লেখক:- সোহেল ফখরুদ-দীন, চট্টগ্রাম, বাংলাদেশ।