শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

আর্ত মানবতার কল্যাণে ও মানবিক উন্নয়নে কাজ করলে স্রষ্টার নৈকট্য লাভ করা সম্ভব

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জামাল উদ্দিন আহমেদ
আর্ত মানবতার কল্যাণে ও মানবিক উন্নয়নে কাজ করলে স্রষ্টার নৈকট্য লাভ করা সম্ভব

গত ২৪ জানুয়ারি শুক্রবার বিকাল ৫টায় নগরের কাজির দেউরী মোড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাবের হলে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রামের ৫টি এতিমখানার শিক্ষার্থী ও শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের স্থায়ী পরিষদের চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো: জামাল উদ্দিন আহমেদ। সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদ বলেন, মানুষ মানুষের জন্য। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষের মাঝে কোন ধরনের ভেদাভেদ থাকা উচিত নয়। সকল ভেদাভেদ পরিহার করে মানুষের কল্যাণে ও মানবিক উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আর্ত মানবতার কল্যাণে ও মানবিক উন্নয়নে কাজ করলে স্রষ্টার নৈকট্য লাভ করা সম্ভব হবে। তাই সকলকে মানবিক হয়ে সমাজের পিছিয়ে পরা মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। প্রধান বক্তা ছিলেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক, আধুনিক ই-লার্ণিং এর জনক অধ্যাপক ড. বদরুল হুদা খান। ড. বদরুল হুদা খান বলেন, আমি ভালো আছি এ ধারণা থেকে বেরিয়ে আমরা ভালো আছি এ ধারণায় এগিয়ে আসতে হবে আমাদের সকলকে। আমি ও আমরা একসাথে এ বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। সকল বিত্তশালীকে সাধ্যমত পিছিয়ে পরা মানুষের কল্যাণে ও আর্ত মানবতার উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক মো: একরাম হোসেন, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চার সদস্য সচিব মো. জসিম উদ্দিন চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট থেকে আগত মো: ফয়সাল আহমেদ, মো: আব্দুল মালেক, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য, জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরুল হুদা চৌধুরী, দারুচ্ছালাম মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মো : আব্দুল আলিম। সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক স ম জিয়াউর রহমান ও সহ সমাজ কল্যান সম্পাদক ফারহানা আফরোজা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক সাহাব উদ্দিন খালেদ ফারুক, সাংবাদিক ও সংগঠক এইচ এম শামীম, পরিবেশ সংগঠক মো: আনোয়ার হোসেন, পরিবেশ সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, সাংবাদিক জান্নাতুল ফেরদৌস রিয়া, লিয়াকত হোসেন লিমন, আরিফুল আকবর চৌধুরী, সমাজসেবী আবুল হাশেম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও প্রধান বক্তা চট্টগ্রামের ৫টি এতিমখানার ১৫০জন শিক্ষার্থী ও অসহায় গরিবকে সংগঠনের পক্ষ থেকে শীত উপহার বিতরণ করেন। সবশেষে চা চক্র ও আড্ডা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn