শুক্রবার - ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আরাধ্যা বড়ুয়ার কর্ণছেদনে অষ্টপরিষ্কারসহ সংঘদান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : শতাব্দির ঐতিহাসিক পবিত্র স্থান নন্দনকানন চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হলো অষ্টপরিষ্কারসহ সংঘদান ও পুণ্যানুষ্ঠান। চন্দনাইশ উপজেলাধীন পূর্ব জোয়ারা শ্রদ্ধানন্দ বিহারের শ্রদ্ধাবান উপাসক প্রয়াত শান্তি ডাক্তারের  ছোট ছেলে ব্যাংকার খোকন বড়ুয়া ও প্রিয়াংকা বড়ুয়ার একমাত্র কন্যা আরাধ্যা বড়ুয়ার কর্ণছেদনে এই অষ্টপরিষ্কারসহ সংঘদান সম্পন্ন হয়। পুণ্যাশীল উপাসক ও উপাসিকা এই পবিত্র স্থান চট্টগ্রাম বৌদ্ধ বিহারে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা ভিক্ষুসংঘের পরিচর্যা ও বিহারের পরিস্কার পরিচ্ছন্ন ব্রতকর্মে রত থাকেন।তাদের উদ্যোগে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অবস্থানরত সকল ভিক্ষুসংঘ ও শ্রামণদেরকে স্বপ্নীল রেষ্টুরেন্টু-এ পিন্ডদান করেন।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ জ্ঞানশ্রী মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন শ্রীলংকা থেকে আগত দাম্বুলা গোল্ডেন টেম্পেলের অধ্যক্ষ বিনিতা মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পন্ডিত প্রফেসর ড. জিনবোধি মহাথেরো, অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান প্রিয়রত্ন মহাথেরো,  উপস্থিত ছিলেন বর্ষীয়ান সংঘপুরুষ বোধিপ্রিয় মহাথেরো, সদ্ধর্ম দেশনা করেন জোরায়া খানখানাবাদ পঞ্চরত্ন বিহারের অধ্যক্ষ বুদ্ধপাল মহাথেরো, রামু সীমা বিহারের অধ্যক্ষ শীলপ্রিয় মহাথেরো, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক দেবারত্ন থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও সংগঠক জে. বি.এস আনন্দবোধি থেরো, বিমলানন্দ ভিক্ষু, সুভদ্র ভিক্ষু, ফাগুন রক্ষিত ভিক্ষু, নন্দবোধি ভিক্ষু, শীলব্রত ভিক্ষু, মুদিতারত্ন ভিক্ষু, জ্ঞানপ্রিয় ভিক্ষু, বিমলাশ্রী শ্রামণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংঘদান অনুষ্ঠানে সকলে মহাকারুনিক তথাগত সম্যক সম্বুদ্ধের মুখ নি:সৃত বাণীর মাধ্যমে আরাধ্য বড়ুয়ার মঙ্গল কামনা করে সকলে স্বপ্নীল রেষ্টুরেন্ট-এ আহার গ্রহণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn