বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গাসহ ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গাসহ ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি

 

কক্সবাজারে টেকনাফে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গাসহ ২৬ জেলেকে ফেরত এনেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

শনিবার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে নাফ নদীর টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া জেটিঘাট দিয়ে এসব জেলেদের ফেরত আনা হয়। ফেরত আনা জেলেদের মধ্যে ৫ জন বাংলাদেশি এবং ২১ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।

বিজিবি জানায়, বাংলাদেশ-মিয়ানমারের জলসীমার নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে বেশ কিছু সংখ্যক বাংলাদেশি জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছিল। এসব জেলেদের আরাকান আর্মি দীর্ঘদিন ধরে হেফাজতে রাখে। মিয়ানমারের রাখাইন রাজ্য সীমান্তের অধিকাংশ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় বিজিবি তাদের ফেরত আনতে যোগাযোগ অব্যাহত রাখে।

বিজিবি আরও জানায়, শনিবার বিকালে দীর্ঘ প্রচেষ্টার পর মিয়ানমারে আরাকান আর্মি তাদের হেফাজতে থাকা ২৬ জেলেকে ফেরত দিতে সম্মত হয়। সকালে এসব জেলেদের ফেরত আনতে বিজিবির একটি দল ট্রলারযোগে মংডুর উদ্দেশ্যে রওনা দেয়। পরে বিকাল ৩টার দিকে টেকনাফ পৌরসভাস্থ ট্রানজিট জেটিঘাট দিয়ে একটি কাঠের ট্রলারযোগে ২৬ জেলেকে ফেরত আনা হয়েছে।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, টেকনাফ ট্রানজিট জেটিঘাটে পৌঁছার পর এসব জেলেদের কাছে তথ্য-উপাত্ত সংগ্রহ এবং যাচাই-বাছাইয়ের কাজ করা হয়।

ফেরত আসা জেলেদের বরাতে তিনি বলেন, নাফ নদী ও সাগরে মাছ ধরার সময় তারা ভুল করে মিয়ানমারের জলসীমার অভ্যন্তরে ঢুকে পড়েছিল। এতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আরাকান আর্মির সদস্যরা এসব জেলেদের ধরে নিয়ে গিয়েছিল।

পরে ফেরত আসা ৫ বাংলাদেশি জেলেকে স্বজনদের এবং রোহিঙ্গাদের স্ব-স্ব ক্যাম্পের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. কর্নেল আশিকুর রহমান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn