বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

আম কুড়োনোর শাস্তিঃ পশ্চিমবঙ্গের নৈহাটিতে পিটিয়ে খুন নাবালক 

আম কুড়োনোর শাস্তিঃ পশ্চিমবঙ্গের নৈহাটিতে পিটিয়ে খুন নাবালক

 

 

ভারতের পশ্চিমবঙ্গের নৈহাটিতে আম কুড়োনোর অপরাধে এক নাবালককে পিটিয়ে খুনের চাঞ্চল্যকর ঘটনার খবর পাওয়া গেছে। জানা যায়, নিহত সুদীপ্ত পন্ডিত, কাঁচরাপাড়ার বাসন্তীতলার বাসিন্দা। নৈহাটির শিবদাসপুরে অনুষ্ঠানে বাড়িতে এসেছিল। বৃহস্পতিবার (১৫ মে) বিকাল ৫ টায় বাড়ি থেকে ফিরছিল সুদীপ্ত। একটি আমবাগানের পাশ দিয়ে যাচ্ছিল সে। সেই সময় রাস্তার পাশে একটি গাছে আম কুড়োতে যায়। তা নজরে আসে ওই বাগানের পাহারায় থাকা শেখ ফারহাদ মন্ডল নামে একব‍্যক্তির। অভিযোগ, সুদীপ্তকে ঘিরে ধরে ওই ব‍্যক্তি বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। লুটিয়ে পড়ে সুদীপ্ত। তার সঙ্গে থাকা বন্ধুবান্ধবরা আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তারা। এদিকে আমবাগানের কাছে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়  সুদীপ্তকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে। নৈহাটিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে ততক্ষণে সবশেষ। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে সুদীপ্তর। দুঃসংবাদ শুনে বেজায় চটেন স্থানীয়রা। বাগানের পাহারাদার ফারহাদের আমের গুদামে আগুন লাগিয়ে দেওয়া হয়। দাউদাউ করে জ্বলতে থাকে আমের গুদাম। খবর পেয়ে শিবদাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফারহাদকে গ্রেফতার করে পুলিশ। তা স্বত্তেও এলাকা থমথমে। যাতে নতুন করে কোনও অশান্তি না হয় তাই বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় শোকস্তব্ধ নিহত নাবালকের পরিবারের লোকজন। অভিযুক্ত ফারহাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn