
মীরসরাইয়ের সাহেরখালীতে আম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৬ মে, ২০২৩ মঙ্গলবার দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের নজু ভূঁইয়া বাড়িতে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নুসরাত জাহান নওরিন (৮) নামের স্কুল ছাত্রী ওই বাড়ির আনোয়ার হোসেনের মেয়ে। একইদিন বিকেলে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। সে ভূূঁইয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়তো।
নওরিনের চাচা নাছির উদ্দিন জানান, তার ভাতিজি মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে পাশ্ববর্তি বাড়ির পুকুর পাড়ে আম কুড়াতে যায়। একপর্যায়ে পুকুরে ডুবে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়। তিনি আরো বলেন, আমার ভাইয়ের তিন সন্তানের মধ্যে নওরিন বড় ছিল। সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাছির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এভাবে পানিতে ডুবে মেয়েটি মারা যাওয়া খুবই দুঃখজনক।