শুক্রবার - ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আমেরিকার বোস্টনে শোহদা-ই-কারবালা মাহফিল অনুষ্ঠিত 

 

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বোস্টন ইউএসএ শাখার উদ্যোগে গত ২ জুন শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ২য় শোহাদ-ই-কারবালা মাহফিল ২০২৩। ওয়েস্ট মেডর্ফোড কমিউনিটি সেন্টারে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন দরবারে গাউসুল আযম মাইজভান্ডারীর গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদনসীন ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রস্ট্রের ম্যনেজিং ট্রাস্ট্রি রাহবারে আলম শাহসুফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী। মাহফিলের শুরুতে কোরান তেলাওয়াত করেন আহমদ নবী। না’তে রাসুল (দ:) পরিবেশন করেন সিরাজুম মুনির ও গোলাম রাব্বানি। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক পর্ষদের আহবায়ক মোহাম্মদ নোমান চৌধুরী। আলোচনায় অংশ নেন কমিউনিটি ব্যক্তিত্ব হুমায়ুন মোর্শেদ, রিন্জ এভেনিউ মসজিদের খতীব আল্লামা মুফতি ইয়িওয়ার রিজভী ও আইসিসিএম খতীব হাফেজ আল্লামা এহসান ওয়ারিস। সভাপতির বক্তব্যে হযরত হাসান মাইজভান্ডারী কারবালার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরার পাশাপশি সংঘাতপূর্ণ বিশ্বে শান্তিময় সহাবস্থানের জন্য মাইজভান্ডারী দর্শণের গুরুত্বপূর্ণ দিক তৌহীদে আদ্বীয়ানের প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরেন। সবশেষে সিরাজুম মুনিরের পরিচালনায় মিলাদ কিয়াম ও মোনাজাতের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn