বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

আমিরাতের  মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ান এর কাছ থেকে মাহতাবুর রহমানের গোল্ডেন এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ লাভ

আমিরাতের  মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ান এর কাছ থেকে মাহতাবুর রহমানের
গোল্ডেন এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ লাভ

:

সংযুক্ত আমিরাতে বাংলাদেশের গর্বিত প্রতিষ্ঠান বিশ্ববিখ্যাত পারফিউমস কোম্পানি আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির  সিইও মোহাম্মদ মাহতাবুর রহমান নাছিরকে মর্যাদাপূর্ণ ৮ম গোল্ডেন এক্সিলেন্স অ্যাওয়ার্ড বছরের সেরা সুগন্ধি পুরস্কারে ভূষিত করা হয়েছে। গত রোববার (১৮ মে) দুবাই ইন্টারকন্টিনেন্টাল হোটেল বলরুমে সংযুক্ত আরব আমিরাতের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী ও রাজ পরিবারের সদস্য শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ান এই পুরস্কারটি দক্ষিণ এশিয়ার বিজনেস আইকন মাহাতাবুর রহমান নাছিরের হাতে তুলে দেন।
মাহাতাবুর রহমানের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ, সংযুক্ত আরব আমিরাতের  মন্ত্রী, শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান এই পুরস্কারটি প্রদান করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn