
আমার ছেলে আমার উত্তরাধিকারী নয়ঃ অমিতাভ
বচ্চন পরিবারে সম্পর্কের সমীকরণ নিয়ে নেটিজেনদের আগ্রহের শেষ নেই। ছোটবেলা থেকেই ছেলে—মেয়েদের নাকি কড়া শাসনে বড় করেছেন জয়া বচ্চন। যদিও বাবা অমিতাভ বচ্চন নাকি ছেলে—মেয়েদের সঙ্গে অনেক সহজ ভাবে মেলামেশা করেন। আর মেয়ে শ্বেতা যে বাবার চোখের মণি, বড় আদরের, তা বিভিন্ন সময় ব্যক্ত করেছেন তারকা। এমনিতেই বচ্চন পরিবারের অন্দরে পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে শ্বেতা বচ্চনের সমীকরণ নিয়ে নানা মত রয়েছে। এবার ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছেলে অভিষেক বচ্চনকে উত্তরাধিকার মানতে নারাজ অমিতাভ। নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) অমিতাভ লিখেছিলেন, ‘আমার ছেলে, ছেলে হওয়া সত্ত্বেও আমার উত্তরসূরি হবে না। যে আমার উত্তরসূরি হবে সে আমার পুত্র হবে। আমার বাবা এই কথাই বলতেন। আর অভিষেক সেই কথা পূরণ করছে।’ অভিনেতার এমন পোস্ট দেখে ভক্ত—অনুরাগীসহ নেটিজেনরা বেশ আলোচনা—সমালোচনা করছেন। সকলেই প্রায় অবাক হঠাৎ এমন হেঁয়ালিপূর্ণ পোস্ট করলেন কেন অমিতাভ? কমেন্ট বক্সে কেউ লিখেছেন ‘আপনি কি দয়া করে এটি ব্যাখ্যা করতে পারেন?’ অন্য একজন লিখেছেন, ‘আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি যে অভিষেকের যদি ‘বচ্চন’ ট্যাগ না থাকত, তা হলে সে তার চেয়ে অনেক বেশি সফল হত।’ যদিও অনুরাগীদের কৌতূহল নিরসন করেননি অমিতাভ।
কৌন বনেগা ক্রোড়পতি’ ছাড়ছেন অমিতাভ
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৮২ বছর বয়েসি অভিনেতা আর বেশি ধকল নিতে পারছেন না। তার শরীর সঙ্গ দিচ্ছে না, সংলাপ মনে রাখতেও কষ্ট হচ্ছে। শরীরে জড়তা গ্রাস করায় জনপ্রিয় রিয়েলিটি শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অমিতাভ বচ্চন। বলিপাড়ায় গুঞ্জন তার বিদায়ের পর শো’য়ের সঞ্চালকের গুরুদায়িত্ব যেতে পারে তারই পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন কিংবা ‘বচ্চন পরিবারের বড় ছেলে’ খ্যাত অভিনেতা শাহরুখ খানের কাছে। অমিতাভ এখনও পর্যন্ত সরাসরি মুখে কিছু না জানালেও বলিউডে এমনই গুঞ্জন। টেলিভিশন চ্যানেলকে গতবছরেই অনুরোধ করেছিলেন, কেবিসির সঞ্চালকের জায়গায় তার বিকল্প খুঁজে নেওয়ার জন্য। চ্যানেল উপযুক্ত কাউকে না পাওয়ায় ১৬তম সিজনেও দেখা যাচ্ছে অমিতাভকে। তবে আর সম্ভব হচ্ছে না, এটাই নাকি তার শেষ পর্ব।
অনুষ্ঠানের ১৫তম সিজনেই আবেগঘন হয়ে পড়েছিলেন তিনি। সেবারই বিদায় নেওয়ার কথা ছিল। তবে যোগ্য উপস্থাপক না পাওয়ায় শো কর্তৃপক্ষের অনুরোধে ১৬ তম সিজনেও ফিরেছেন অমিতাভ। আজ থেকে ২৫ বছর আগে এই রিয়্যালিটি শো—এর মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন অমিতাভ। তখন তিনি ৫৭ বছরের মধ্যবয়স্ক অভিনেতা। বলিউডের ‘ওপেন সিক্রেট’, সেই সময় বচ্চন পরিবার প্রচণ্ড অর্থাভাবে জর্জরিত। ‘অ্যাংরি ইয়ংম্যান’র চরিত্রে আর বেগ পাচ্ছিলেন না অমিতাভ। একের পর এক সিনেমা ব্যর্থ। দেনার দায়ে বাড়ি বিক্রির মতো অবস্থা। অভিষেকের বিদেশের পড়া শেষ না করেই দেশে ফেরা বা অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার জন্যও কোনোভাবে দায়ী ছিল এই একই কারণ। অসহায় অমিতাভ এক প্রকার বাধ্য হয়েই আপন করে নিয়েছিলেন এই শো। রিয়্যালিটি শোটি যেমন অমিতাভের সঞ্চালনায় আন্তর্জাতিক স্তরেও পরিচিতি পায়, একই ভাবে অভিনেতার দিন ফেরে এই শো—এর দৌলতেই।