মঙ্গলবার - ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

আমরা চট্টলার কিংবদন্তির ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের তরুণ প্রজন্মের বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব বন্ধনের সেবামূলক এসএসসি-২০০০ ও এইচএসসি-২০০২ ব্যাচের সর্ববৃহৎ সংগঠন আমরা চট্টলার কিংবদন্তির উদ্যোগে বার্ষিক ইফতার মাহফিল ও বন্ধু মিলনমেলা গতকাল ১৪ এপ্রিল শুক্রবার বিকাল চারটায় নগরীর ষোলশহরস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বন্ধুদের মিলনমেলা এবং এতিম শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার ও পবিত্র কোরআন শরীফ বিতরণ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের কর্মকর্তা লায়ন এম এ নেওয়াজ, শাহাদাত শাকিল রোহান, সাদেক এহতেশাম, মাহবুব সুমন, শহীদ হিরু, তানিয়া আকতার, সুকান্ত পাল, মোরশেদ রনি, জয়নাল আবেদীন, শাহ আকরাম, জাহেদ আলম। এ সময় এসএসসি-২০০০ ও এইচএসবি-২০০২ ব্যাচের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আগামীর বিশ্ব তরুণ প্রজন্মের হাত ধরেই এগিয়ে যাবে। তরুণ প্রজন্মরাই নেতৃত্ব দেবে আগামীর স্মার্ট বাংলাদেশের। সকলকে তারুণ্যে উদ্দীপ্ত হয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ নির্মাণ প্রাণোচ্ছাসে এগিয়ে আসতে হবে।
এ সময় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাসিরাবাদস্থ বায়তুল রিদুয়ান এতিমখানা ও হেফজখানার শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn