বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

আবুল ইসলাম জুট মিলের এমডি প্রিন্সের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা

আবুল ইসলাম জুট মিলের এমডি প্রিন্সের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা

 

আড়াই কোটি টাকার চেক ডিজঅনারের ঘটনায় আবুল ইসলাম জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাজাহারুল ইসলাম প্রিন্সের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।
মঙ্গলবার (৩ডিসেম্বর) সোশ্যাল ইসলামী ব্যাংক যশোর শাখার পক্ষে প্রিন্সিপাল অফিসার আব্দুল আহাদ বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি গ্রহন করে আসামিরা প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। প্রিন্স যশোরের ঝিকরগাছার হাজিরবাগ গ্রামের মৃত আবুল ইসলামের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি মাজাহারুল ইসলাম প্রিন্স আবুল ইসলাম জুট মিলস লিমিটেডের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি ব্যবসা পরিচালনাকালে জুট মিলের কাচামাল ও মেশিনারিজ ক্রয় বাবদ ২০১৭ সালের ৭ জানুয়ারি থেকে ২০২১ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের বিভিন্ন বিনিয়যোগ পদ্ধতির মাধ্যমে ২৭ কোটি ১৩ লাখ ৯৯ হাজার ৫০২ টাকা বিনিয়োগ গ্রহন করেছিলেন। এ টাকা মাসিক ও বার্ষিক কিস্তিতে পরিশোধের কথা ছিল আসামির। ব্যাংকের লভ্যাংশসহ পাওনা টাকা পরিশোধের জন্য গত ২৯ অক্টোবর আবুল ইসলাম জুট মিলস লিমিটেড এর নামীয় চলিত হিসাব নম্বর থেকে আড়াই কোটি টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু তা ডিজঅনার হয়। পরে লিগ্যাল নোটিশ পাঠালেও কোনো কর্ণপাত করেনা প্রিন্স।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn